আনোয়ারায় এক নেতার গ্রেফতারের জের ধরে প্রতিবেশীর ঘরে হামলার অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আটকের জেত ধরে তার পরিবার এক প্রতিবেশীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার (১৩ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির আবদুল্লাহ'র বাড়ি এলাকায় রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনাটি ঘটে।এই ঘটনা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী প্রতিবেশী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়,একই দিন বিকেলে আনোয়ারা থানার বিভিন্ন অভিযোগে জড়িত থাকায় পুলিশ অভিযান চালিয়ে বিবাদী মো. ইমরান হোসেন(২৮) ও মো. আরফাত(২২) এর পিতা মো. এলোয়ার হোসেনকে গ্রেফতারে করে। এই ঘটনার পরপরই তার পরিবার তাদের প্রতিবেশীরা এই তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করেছে বলে অভিযোগ করে রাত ১টার দিকে প্রতিবেশী ইউনুসের ঘরে হামলা করে আওয়ামী লীগ নেতা এলওয়ার হোসেনের ছেলে, স্ত্রী ও অজ্ঞাত আরও ৫/৬জন প্রতিবেশী মো. ইউনুচ(৪৫) নামের এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে।
এই হামলার ঘটনার পর আনোয়ারা থানায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার ২ পুত্র, স্ত্রী ও অজ্ঞাত আরও ৫-৬জনকে আসামি একটি লিখিত অভিযোগ করেন মো. ইউনুচ। ভুক্তভোগী মো. ইউনুচ বলেন,আমার একই বাড়ির আওয়ামী লীগ নেতা এলওয়ার হোসেনের সাথে আমাদের দীর্ঘদিন জায়গা বিরোধ হয়ে আসছিল।কিন্তু তাকে পুলিশ গ্রেফতারের পর অভিযোগের তীর আমার উপর চাপিয়ে দেই।এতে তার পুত্র, স্ত্রী ও আরও বেশ কয়েকজন সন্ত্রাসী দা-কিরিচ এবং রামদা নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে। তারা ইট পাঠকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে৷আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বেড়িয়েছে বলেও হুমকি প্রদান করে।এবং তারা আমার ঘরে থাকা স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা এলওয়ার হোসেনের স্ত্রী কুনছুমা আক্তার বলেন,তারা যে অভিযোগটা করেছে এটা মিথ্যা ভিত্তিহীন,এগুলো সব নাটক সাজাইছে আমার প্রতিবেশীরা মিলে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমার স্বামীকে পুলিশের হাতে আটক করানো হয়েছে৷
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে৷
এমএসএম / এমএসএম
মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ
সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী
পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন
ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি
মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন
ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর