ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা কলম বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১২:৩৮

এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শ্রমজীবী  ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এবং বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি  শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরনের সহায়তার উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় পিরোজপুর এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত একশত ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা ও কলম বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে খাতা কলম তুলেদেন  বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক  অধ্যক্ষ আলমগীর হোসেন, এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান অতীত সভাপতি এপেক্স ক্লাব পিরোজপুর, মীর নজরুল ইসলাম প্রধান শিক্ষক এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, অমিত বিশ্বাস বোর্ড সদস্য এপেক্স ক্লাব পিরোজপুর।ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম বলেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপি দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করে তারি অংশ হিসেবে এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করার সুযোগ হয়েছে শিশুদের স্কুলগামী করা এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ আমরা খাতা কলম বিতরণ করছি আগামী দিনেও আমরা চেষ্টা করবো অত্র বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে থাকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য ওয়ার্ল্ড ভিশনের এটি একটি মহতি উদ্যোগ। আমরা আশা রাখি ওয়ার্ল্ড ভিশন এই সকল শ্রমজীবী অসহায় শিশুদের পাশে থাকবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিয়মিত বিদ্যালয়ে আসলে আরো বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়া হবে এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির কর্মরত প্রোগ্রাম অফিসার বিন্দ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাতা কলম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড ভিশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এমএসএম / এমএসএম

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত