মেহেরপুরে মনোরমা চিড়িয়াখানা থেকে ২৭ বন্যপ্রাণী উদ্ধার

মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে। মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় মুজিবনগর উপজেলার দক্ষিণ দিকে এই চিড়িয়াখানাটি অবস্থিত।
গতকাল (২৫ মে) রবিবার বিকেলের দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে বলে জানা গেছে।মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে-
০১ টি আজগর, ০১ টি কচ্ছপ, ৪ টি বালি হাঁস,০২ টি হনুমান, ০২টি বানর, ০১টি হরিয়াল ৪ টি মুনিয়া, ০১ টি টিয়া, ৮টি কালেম, ০১টি সজারু।এই অভিযানের পর বেশ কিছু বন্যপ্রাণী পরিবেশ অনুযায়ী অবলুপ্ত করা হয় এবং কিছু প্রাণী সাথে করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সেগুলো পরিবেশ উপযোগী এলাকায় অবমুক্ত করা হবে।আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি জানিয়েছেন সারা দেশের ন্যায় বিশেষ করে চিড়িয়াখানার, রিসোর্স ও পার্ক গুলোতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিধান পরিচালনা করে আসছে সারা বাংলাদেশে। এর ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলার মিনি মনোরমা চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হলো এখান থেকে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করে কিছু প্রাণী অবমুক্ত করা হয়।
অবমুক্ত প্রাণীর মধ্যে রয়েছে - হরিয়াল, বালি হাঁস, মুনিয়া পাখি, বানর, হুনুমান, কচ্ছপ, সাজারু ও টিয়া।তিনি আরো জানিয়েছেন পরিবেশের কারণে যে সকল প্রাণী অবমুক্ত করা গেল না তাদের মধ্যে রয়েছে -অজগর ও কালিম পাখি আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি আরো জানান যে,স্বপ্নপুরী, মন্টু মিয়ার বাগানবাড়ি সহ সারা বাংলাদেশে প্রায় ০৮টি মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখান থেকে প্রায় ৭৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে এবং তিনি আরো বলেন যে বন্যপ্রাণী পাচারে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেহেরপুর মুজিবনগরে মিনি মনোরমা চিড়িয়াখানার মালিক তাহাজ উদ্দিন জানান,
লাইসেন্স ও বন্যপ্রাণী আইন এবং অন্যান্য বিষয় আমার জানা নাই। আমি কয়েক বছর আগে অন্যজনের কাছ থেকে এই চিড়িয়াখানাটি কিনেছি। সে কেনার কাগজ গুলো বন্যপ্রাণী ইউনিটের সদস্যদের দেখান তাতে তার কোন কাজেই লাগেনি।
অসিম মল্লিক, পরিদর্শক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা সহ অন্যান্য সদস্যরা এই অভিযানে অংশ নেন।
এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
