ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মেহেরপুরে মনোরমা চিড়িয়াখানা থেকে ২৭ বন্যপ্রাণী উদ্ধার


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ২:৪

মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে। মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় মুজিবনগর উপজেলার দক্ষিণ দিকে এই চিড়িয়াখানাটি অবস্থিত।

গতকাল (২৫ মে) রবিবার বিকেলের দিকে  বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে বলে জানা গেছে।মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে-

০১ টি আজগর, ০১ টি কচ্ছপ, ৪ টি বালি হাঁস,০২ টি হনুমান,  ০২টি বানর, ০১টি হরিয়াল ৪ টি মুনিয়া, ০১ টি টিয়া, ৮টি কালেম, ০১টি সজারু।এই অভিযানের পর বেশ কিছু বন্যপ্রাণী পরিবেশ অনুযায়ী অবলুপ্ত করা হয় এবং কিছু প্রাণী সাথে করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সেগুলো পরিবেশ উপযোগী এলাকায় অবমুক্ত করা হবে।আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি জানিয়েছেন সারা দেশের ন্যায় বিশেষ করে চিড়িয়াখানার, রিসোর্স ও পার্ক গুলোতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিধান পরিচালনা করে আসছে সারা বাংলাদেশে। এর ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলার মিনি মনোরমা চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হলো এখান থেকে ২৭টি বন্যপ্রাণী  উদ্ধার করে কিছু প্রাণী অবমুক্ত করা হয়।

অবমুক্ত প্রাণীর মধ্যে রয়েছে - হরিয়াল, বালি হাঁস, মুনিয়া পাখি, বানর, হুনুমান, কচ্ছপ, সাজারু ও টিয়া।তিনি আরো জানিয়েছেন পরিবেশের কারণে যে সকল প্রাণী অবমুক্ত করা গেল না তাদের মধ্যে রয়েছে -অজগর ও কালিম পাখি  আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।

আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি  আরো জানান যে,স্বপ্নপুরী, মন্টু মিয়ার বাগানবাড়ি সহ সারা বাংলাদেশে প্রায় ০৮টি মিনি চিড়িয়াখানায়  অভিযান পরিচালনা করা হয়েছে।  এখান থেকে প্রায় ৭৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে এবং তিনি আরো বলেন যে বন্যপ্রাণী পাচারে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেহেরপুর মুজিবনগরে মিনি মনোরমা চিড়িয়াখানার মালিক তাহাজ উদ্দিন জানান,

লাইসেন্স ও বন্যপ্রাণী আইন এবং অন্যান্য বিষয় আমার জানা নাই। আমি কয়েক বছর আগে অন্যজনের কাছ থেকে এই চিড়িয়াখানাটি  কিনেছি। সে কেনার কাগজ গুলো বন্যপ্রাণী ইউনিটের সদস্যদের দেখান তাতে তার কোন কাজেই লাগেনি।

অসিম মল্লিক, পরিদর্শক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা  সহ অন্যান্য সদস্যরা এই অভিযানে অংশ নেন।

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের