মেহেরপুরে মনোরমা চিড়িয়াখানা থেকে ২৭ বন্যপ্রাণী উদ্ধার
মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে। মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় মুজিবনগর উপজেলার দক্ষিণ দিকে এই চিড়িয়াখানাটি অবস্থিত।
গতকাল (২৫ মে) রবিবার বিকেলের দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ বন্যপ্রাণী উদ্ধার করেছে বলে জানা গেছে।মেহেরপুরের মনোরমা চিড়িয়াখানায় উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে-
০১ টি আজগর, ০১ টি কচ্ছপ, ৪ টি বালি হাঁস,০২ টি হনুমান, ০২টি বানর, ০১টি হরিয়াল ৪ টি মুনিয়া, ০১ টি টিয়া, ৮টি কালেম, ০১টি সজারু।এই অভিযানের পর বেশ কিছু বন্যপ্রাণী পরিবেশ অনুযায়ী অবলুপ্ত করা হয় এবং কিছু প্রাণী সাথে করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সেগুলো পরিবেশ উপযোগী এলাকায় অবমুক্ত করা হবে।আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি জানিয়েছেন সারা দেশের ন্যায় বিশেষ করে চিড়িয়াখানার, রিসোর্স ও পার্ক গুলোতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিধান পরিচালনা করে আসছে সারা বাংলাদেশে। এর ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলার মিনি মনোরমা চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হলো এখান থেকে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করে কিছু প্রাণী অবমুক্ত করা হয়।
অবমুক্ত প্রাণীর মধ্যে রয়েছে - হরিয়াল, বালি হাঁস, মুনিয়া পাখি, বানর, হুনুমান, কচ্ছপ, সাজারু ও টিয়া।তিনি আরো জানিয়েছেন পরিবেশের কারণে যে সকল প্রাণী অবমুক্ত করা গেল না তাদের মধ্যে রয়েছে -অজগর ও কালিম পাখি আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
আব্দুল্লাহ আল সাদিক, পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তিনি আরো জানান যে,স্বপ্নপুরী, মন্টু মিয়ার বাগানবাড়ি সহ সারা বাংলাদেশে প্রায় ০৮টি মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখান থেকে প্রায় ৭৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে এবং তিনি আরো বলেন যে বন্যপ্রাণী পাচারে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেহেরপুর মুজিবনগরে মিনি মনোরমা চিড়িয়াখানার মালিক তাহাজ উদ্দিন জানান,
লাইসেন্স ও বন্যপ্রাণী আইন এবং অন্যান্য বিষয় আমার জানা নাই। আমি কয়েক বছর আগে অন্যজনের কাছ থেকে এই চিড়িয়াখানাটি কিনেছি। সে কেনার কাগজ গুলো বন্যপ্রাণী ইউনিটের সদস্যদের দেখান তাতে তার কোন কাজেই লাগেনি।
অসিম মল্লিক, পরিদর্শক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা সহ অন্যান্য সদস্যরা এই অভিযানে অংশ নেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু