ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে অপহৃত শিশু অপহরণের ৭ ঘণ্টা ফিরলো মায়ের কোলে


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ১:৪৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অপহৃত জাফনাথ সাঈদা জবা নামের এক শিশুকেকে অপহরণের ৭ ঘন্টা পর ঢাকার মহাখালী থেকে উদ্বার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টায়  তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন পুলিশ। এসময় পুলিশ অপহরণকারী কাজের মেয়ে শারমিনকে গ্রেফতার করে। উপজেলার মোগরাপাড়া বাজার এলাকায় তাদের ভাড়া বাসা থেকে রোববার বিকেলে জবাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায়  রোববার রাতে অপহৃত শিশু জবার বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।  গতকাল সোমবার সকালে অপহরণকারী শারমিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, জবার মা উম্মে সালমা ৩৪ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মরত রয়েছেন নারায়ণগঞ্জের সরকারী  তোলারাম কলেজে। বাবা মো. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতের আইনজিবী। দুজনেই কর্মজীবী হওয়ার কারনে জবাকে দেখাশোনার জন্য গত ২৫-২৬ দিন আগে লালমনিরহাট থেকে শারমিন নামের এক  কাজের  মেয়েকে মোগরাপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন। গত রোববার বিকেল সাড়ে তিনটা দিকে কাজের মেয়ে শারমিন  কৌশলে জবাকে অপহরণ করে বাড়ি থেকে পালিয়ে যায়। জবাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে বিষয়টি জবার মায়ের সন্দেহ হয়। তিনি বাসার আশেপাশে জবাকে খুঁজে না পেয়ে জবার বাবাকে বিষয়টি জানান। পরে তারা জবাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্তান হারিয়ে মা-বাবা উন্মাদ হয়ে পড়েন। এ বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানালে পুলিশস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জেনে শিশু জবাকে উদ্ধারে নামেন।
ঘটনার পর অপহরণকারীর শারমিনের মাকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকা থেকে আটক করে জিজ্ঞেসাবাদ করে পুলিশ। তার মায়ের দেয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও সাত তলা বস্তি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সেখানে না পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী ফ্লাইওভারেরর নীচ অভিযান চালিয়ে অপহরণকারী  শারমিনকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত শিশু জবাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অপহরণকারী শারমিন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে শারমিন ডান্ডি, ইয়াবা,গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়মিত সেবন করে। এছাড়াও তার খারাপ ছেলেদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাকে অপহরণ করেছে।
অপহৃত শিশু জবার বাবা অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, জবাকে হারিয়ে আমরা পাগলপ্রায় হয়ে গিয়েছিল। পুলিশ জবাকে উদ্ধারে চেষ্টা সন্তোষজনক। পুলিশের তৎপরতায় জবাকে আমাদের কোলে পেয়ে মনে হয় আমাদের নতুন জীবন ফিরে এসেছে।  জবাকে উদ্ধারে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, অপহৃত শিশুকে ৭ ঘন্টা চেষ্টার পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারীকে গ্রেফতারর করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের হয়েছে।  

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়