মেহেরপুরে আবারো ৩০ নারী ও শিশুকে পুশিং করলো বিএসএফ
মেহেরপুরে আবারো ৩০ নারী ও শিশুকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিং করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে পুশিং করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
কমান্ডার নাজমুল হাসান, বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন কোম্পানির তিনি জানান তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে হরিয়ানা রাজ্যে বসবাস করছিল। এদের মধ্যে অধিকাংশর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে।
আটকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন -কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নগরাজপুর গ্রামের হারুনের স্ত্রী ববিতা খাতুন (১৫), ছেলে ওবায়দুর (৭ মাস); ধর্মপুর গ্রামের কিতাব আলীর মেয়ে কল্পনা বেগম (২৭), অজয়টারি গ্রামের আমিনুরের মেয়ে ইয়াসমিন (২০), আতিকুলের ছেলে ইয়ানুর (২), ইয়াসিন (৫), মেয়ে ফাতেমা (১)।
একই জেলার ফুলবাড়ী উপজেলার ভোগারকুটি গ্রামের হুজুর আলীর ছেলে মনির হোসেন, মেয়ে আদরি (২), ছেলে মনির হোসেন (৭)।
কুড়িগ্রাম জেলার জেলার ফুলবাড়ী থানার নগরাজপুর গ্রামের আকবর আলীর ছেলে আলিমুদ্দিন (৫০), আলিমুদ্দিনের ছেলে আতিকুর (৩০), আব্দুল আলীর মেয়ে আমিনা খাতুন, মমতাজের মেয়ে মনিরা খাতুন (৪০), হুজুর আলীর মেয়ে হালিমা (১৮), আতিকুরের মেয়ে হামিমা (৩); নাগেশ্বরী থানার বালাসিপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে ইচা আলী, তার স্ত্রী আকলিমা খাতুন, ছেলে ইসমাইল (৮), ইব্রাহিম (১৫), মেয়ে ইসমি (৩), শহিদুল ইসলামের মেয়ে সুমনা খাতুন (১৭)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের কিতাব আলীর ছেলে শাহানুর (২৯), নুর ইসলাম (৯); বালাসিপাড়া ডাঙ্গা গ্রামের ইসহাক আলীর ছেলে আরিফ (১৯)।
একই জেলার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার টগরপাড়া গ্রামের আজারুলের ছেলে মোহাম্মদ বজলুর (৪০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৪), মেয়ে মর্জিনা খাতুন (৯), মোছা মিম (৪), ছেলে মোহাম্মদ রাসেল (২১)।
ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিল। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখা হয়। সেখান থেকেই পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশের লিখে পাঠিয়ে দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করার পর মেহেরপুরের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।
মেহেরপুরের মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন আটকৃত ব্যক্তিদের যাচাই-বাছাই করে দেখা হচ্ছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে
রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ
ঝড় বৃষ্টিতে গোদাগাড়ীতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা
গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
রায়গঞ্জে বৃষ্টিতে ডুবেছে মাঠ, ঘরে তোলার আগেই নষ্ট হচ্ছে রোপা আমন ধান
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ
নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত