সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত শহরে জলাবদ্ধতা, বিপাকে জনজীবন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পিরোজপুরে বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।
ভারী বৃষ্টিতে জেলার ইন্দুরকানী, বড় মাছুমিয়া, মঠবাড়িয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইন্দুরকানী উপজেলার বাসিন্দা হাসিব বিল্লাহ বলেন, সন্ধ্যা ও কচা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। সাগরে নিম্নচাপ হলেই এ এলাকার মানুষের চিন্তা বাড়ে। রাত থেকে বৃষ্টির পানিতেই আশপাশ তলিয়ে গেছে। জোয়ারের পানি উঠলে বিপদ হয়ে যাবে।
পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদী তীরের বাসিন্দা মো. ওয়াসিমুল কবির বলেন, বৃষ্টি ও নদীর জোয়াররের কারনে নদীর পাড়ের আশপাশের তলিয়ে গেছে। বৃষ্টির কারনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না অনেক সমস্যার মধ্যে আছি।
পিরোজপুর শহরের বলাকা ক্লাব এলাকার বাসিন্দা রিয়াদুল ইসলাম বলেন, বৃষ্টির কারনে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষকরে রাস্তায় পানি থাকায় রিকশা গাড়ি খানাখন্দে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, পিরোজপুরে বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
