গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে থাকার প্রত্যয় মাসুদ অরুনের

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা আজ শনিবার (৩১) মে সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, বর্তমানে মেহেরপুর যে আহবায়ক কমিটি বিভিন্ন ইউনিয়ন, পাড়া মহল্লা ও ওয়ার্ডে কমিটি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন কমিটিতে পূর্ণবাসন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা তার প্রতিরোধ করব এবং দেখব কার কত শক্তি আছে। হাজার হাজার জনগণ যখন লাঠি নিয়ে প্রতিরোধ করবে তখন আপনারা পালানোর পথ পাবেন না।
শহীদ রাষ্ট্রপতি (বীর উত্তম) জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
তিনি আরো বলেন যে, প্রশাসনের মধ্যে অনেক ভূত বাস করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সরকারের। ধৈর্যের একটি সীমা আছে এবং আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয় হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তিনি প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন ঈদের পরে নাম ধরে ধরে ঘেরাও করা হবে। জনগণের বাইরে গিয়ে, মেহেরপুরের মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড দল বা প্রশাসন কাউকে আমরা চালাতে দেব না, ইনশাল্লাহ।আলোচনা সভায সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন,
আমাদের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে ১৬-১৭ বছর যুদ্ধ করেছি, সাবেক সংসদ সদস্য মাসুদ অরণ্যের নেতৃত্বে। যারা মেহেরপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মিল্টনের আগে বক্তব্য দিতে নাক সিটকাত, তারা আজ মিলটনের ব্যাগ বয়ে বেড়াচ্ছে, চা বয়ে বেড়াচ্ছে। এই হলো আমাদের সিনিয়র নেতাদের চরিত্র। যারা কখনোই কোনো সংগ্রামী ছিল না।
তিনি আরো বলেন, জীবনেও যাদেরকে বিএনপির ধারের কাছেও দেখিনি। সে হয়েছে ওয়ার্ড কমিটির সভাপতি। যুবলীগের পদে আছে যুবলীগের সভাপতি সে হচ্ছে বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রতিরোধ করা হয়েছে, পরে রাতের আঁধারে কমিটি করেছে। একজনের নাম হলো চঞ্চল সে সারা জীবন আওয়ামী লীগ করল। প্রতিটি আওয়ামী লীগের প্রোগ্রামে বুদ্ধিজীবী হিসেবে থাকতো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন -আব্দুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি, এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আহসান হাবীব সোনা, সভাপতি, মেহেরপুর জেলা শ্রমিক দল, জাহিদুল হক জাহিদ, সভাপতি, মেহেরপুর জেলা যুবদল, আকিব জাভেদ সেনজির, সভাপতি, মেহেরপুর জেলা ছাত্রদল সহ মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
