ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

টাকা হলেই ঢাকাতে মিলে অ্যালকোহল!


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৬:৯

অ্যালকোহল বা মদ সেবন করতে হলে নির্দিষ্ট সময়, স্থান, বয়স, অনুমোদন বা লাইসেন্সসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ঢাকার বিভিন্ন স্থানের বারে শুধু টাকা হলেই মদ সেবন ও পার্সেল পাওয়া যাচ্ছে। 
 
সরজমিনে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মধ্যে যতগুলো ক্লাব ও বার রয়েছে তাদেরমধ্যে মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত ক্যান্টন বার ও চাইনিজ রেস্টুরেন্ট যেন নিয়ম নীতির বাইরে। শুক্রবারে বার খোলা রাখা সহ উক্ত প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল নিয়ম অমান্য করে বিকাল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বার খোলা রাখার নির্দেশনা থাকার পরেও তারা ভোর ৪টা বা ৫ টা পর্যন্ত বার খোলা রেখে ২১ বছরের নিচের ক্রেতাদের নিকট মদ বিক্রয় করছেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ার ফলে তারা যত্রতত্র বসে মদ্যপান করে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বারে বসে মদ সেবন ও পার্সেল নেয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেয়া নিয়ম বা মদ সেবনের অনুমতি বা লাইসেন্স আছে কিনা সেগুলো যাচাই -বাছাই  না করার কারণে ছোট-বড় সকলেই মদ্ সেবনের করার সুযোগ পাচ্ছে। 

নিয়ম অনুযায়ী, বার ও মদের দোকানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা পরিচালনার অনুমতি পায়। কিন্তু প্রশাসনের চোখ এড়িয়ে অনেক প্রতিষ্ঠান রাত গভীর পর্যন্ত খোলা থাকছে এবং সেসব স্থানে অবাধে মদ সেবন  করা হচ্ছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে সমাজের বিশিষ্টজনদের ধারণা। 

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম হাজিপাড়ার স্থানীয় কয়েকজন বাসিন্দা 'দৈনিক সকালের সময়'কে বলেন, “রাত ১২টার পরও যখন রাস্তার পাশে মদের বোতল পড়ে থাকে, তখন বুঝতে অসুবিধা হয় না এখানে কী হচ্ছে। এসব বন্ধ না হলে যুব সমাজ ধ্বংসের পথে যাবে।”

প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আমরা মাঝেমধ্যেই এ সকল বার ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছি এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।

আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বারংবার সতর্ক করার পরেও  কিছু প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে চলেছে। বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে মদ সেবনের সুযোগ থাকলে তা সমাজে অপরাধ প্রবণতা ও নৈতিক অবক্ষয় ডেকে আনে।

মালিবাগ পশ্চিম হাজি পাড়ায় অবস্থিত ক্যান্টন বার ও চাইনিজ রেষ্টুরান্ট শুক্রবারে খোলা রাখা সহ বিভিন্ন ধরনের অনিয়মের মন্তব্য জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, সরকারি নিয়ম বা আইন অমান্য করে কোন ব্যক্তি মদের বার পরিচালনা করলে আমরা তাদের বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করব

এমএসএম / এমএসএম

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা

ছাগলকাণ্ডের মতিউরের ২য় স্ত্রী ও মেয়েকে গ্রেফতারে ইন্টারপোলে আবেদন

উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখার দাওয়াতী সভা অনুষ্ঠিত

স্টাইপেন্ড একাডেমিক কেয়ারের আত্মপ্রকাশ এবং এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে'র সাথে যৌথ চুক্তি স্বাক্ষর

সোশ্যাল মিডিয়ায় পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আফরোজা আক্তার শারমিনের বিরুদ্ধে

ডেমরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

অবশেষে কর কর্মকর্তা-লিংকন রায় ১৪৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে বরখাস্ত

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচলে জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত