খানসামায় জমি বিরোধের জেরে বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট, থানায় মামলা ও গ্রেফতার

দিনাজপুরের খানসামায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ বকুলতলা টাটারু শাহপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এলাকার প্রভাবশালী ছকেত আলীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে লতিফের বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা বসতবাড়ির টিনের চাল, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় ঘরে ঢুকে নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
অভিযোগ রয়েছে, লতিফের স্ত্রী ও মেয়েকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। ঘরের ড্রেসিং টেবিল থেকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
প্রতিবেশীরা জানায়, হামলার সময় চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা তাদের দিকেও তেড়ে আসে, ফলে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তারা এখনও মানসিকভাবে ভীত।
পরদিন শনিবার (২১ জুন) ভুক্তভোগী মো. আব্দুল লতিফ খানসামা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হক এজাহার যাচাই করে নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড করেন এবং তদন্তের দায়িত্ব দেন এসআই আলমাস হোসেনকে।
এজাহারে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখিতদের মধ্যে রয়েছেন—ছকেত আলী, রহিদুল ইসলাম, আকিমুল ইসলাম, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, শরীফ ইসলাম, জাহিদুল ইসলাম ও সহিদুল ইসলাম।
মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় সংঘবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, হামলা, নারী লাঞ্ছনা, চুরি, ভাঙচুর ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
ওসি নজমুল হক জানান, “ভুক্তভোগীর অভিযোগটি তদন্তপূর্বক নিয়মমাফিক মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ
