ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

খানসামায় জমি বিরোধের জেরে বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট, থানায় মামলা ও গ্রেফতার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ৩:৪৩

দিনাজপুরের খানসামায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ বকুলতলা টাটারু শাহপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এলাকার প্রভাবশালী ছকেত আলীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে লতিফের বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা বসতবাড়ির টিনের চাল, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় ঘরে ঢুকে নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

অভিযোগ রয়েছে, লতিফের স্ত্রী ও মেয়েকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। ঘরের ড্রেসিং টেবিল থেকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।

প্রতিবেশীরা জানায়, হামলার সময় চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা তাদের দিকেও তেড়ে আসে, ফলে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তারা এখনও মানসিকভাবে ভীত।

পরদিন শনিবার (২১ জুন) ভুক্তভোগী মো. আব্দুল লতিফ খানসামা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হক এজাহার যাচাই করে নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড করেন এবং তদন্তের দায়িত্ব দেন এসআই আলমাস হোসেনকে।

এজাহারে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখিতদের মধ্যে রয়েছেন—ছকেত আলী, রহিদুল ইসলাম, আকিমুল ইসলাম, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, শরীফ ইসলাম, জাহিদুল ইসলাম ও সহিদুল ইসলাম।

মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় সংঘবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, হামলা, নারী লাঞ্ছনা, চুরি, ভাঙচুর ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

ওসি নজমুল হক জানান, “ভুক্তভোগীর অভিযোগটি তদন্তপূর্বক নিয়মমাফিক মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত