ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

পরীক্ষার কিট ছাড়াই চলছে চিকিৎসা, ঝুঁকিতে খানসামার স্বাস্থ্যসেবা;বিপাকে রোগী ও চিকিৎসক


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৬:১৪

দেশজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলেও দিনাজপুরের খানসামা উপজেলার বাস্তবতা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো করোনা পরীক্ষার কিট। ফলে উপসর্গ থাকা রোগীদের শনাক্ত করা যাচ্ছে না, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এবং ছড়িয়ে পড়ার আশঙ্কা।

রবিবার (২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা থাকলেও অধিকাংশ রোগীই তা মানছেন না। চিকিৎসা নিতে আসা উপসর্গযুক্ত রোগীরা শুধু প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরছেন। পরীক্ষার সুযোগ না থাকায় স্বাস্থ্য বিভাগ তাদের কোভিড পজিটিভ কিনা নিশ্চিত করতে পারছে না। এতে একদিকে যেমন রোগী নিজেই অনিশ্চয়তায় থাকছেন, অন্যদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এই সংকটের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক—সবই অপ্রতুল। এই প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, “স্বাস্থ্যকর্মীরা সীমিত সরঞ্জাম দিয়ে ঝুঁকি নিয়েই সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। করোনা উপসর্গ নিয়ে সেবা নিতে আসা রোগীদের মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রাখা ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।” 

এদিকে কিট না থাকায় পরীক্ষার কার্যক্রম পুরোপুরি বন্ধ। অথচ চাহিদাপত্র দেওয়া হয়েছে বহু আগেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, “বর্তমানে আমাদের কাছে করোনা পরীক্ষার কোনো কিট নেই। প্রায় ৫ হাজার কিটসহ প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদাপত্র পাঠানো হয়েছে, তবে এখনো সরবরাহ হয়নি।” তিনি আরও বলেন, “পরীক্ষা না করতে পারলেও সম্ভাব্য আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতে কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।”

এ অবস্থায় স্থানীয় প্রশাসনও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করছে। তবে বাস্তবে এখনো কোনো কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি ১১ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত