ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

খানসামায় কালভাটের মুখ বন্ধ, জলবদ্ধতায় ২০ টি পরিবার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১:১৬

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া  কায়েমপুর শাহপাড়ায় সরকারী পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। 

এ ব্যাপারে গত ২২ জুন (রবিবার) এলাকাবাসীর পক্ষে কায়েমপুর গ্রামের বাসিন্দা মো: আবুল হোসেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকাল ১০টার দিকে একই এলাকার আলমগীর হোসেন সরকারি রাস্তায় নির্মিত কালভাটের দুই প্রান্তে জোরপূর্বকভাবে বালু ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এতে আশপাশের অন্তত ২০-২২টি পরিবারের বসতবাড়ির পানি বের হতে না পারায় এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির সামনে পানি প্রবাহের প্রাকৃতিক পথটি কালভার্টের মাধ্যমে বহমান ছিল। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের সুবিধার জন্য কালভার্টের মুখে মোটা প্লাস্টিক পাইপ বসিয়ে পানি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীরা জানান, এই কালভাটটি কয়েক প্রজন্ম ধরে এলাকায় পানি চলাচলের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল। বৃষ্টির সময় ঘরের পানি বা জমির পানি এই পথ দিয়েই নিষ্কাশন হতো। কিন্তু হঠাৎ করে কালভাটের মুখ বন্ধ করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এখন ঘরবাড়ির সামনে জমে থাকা পানি কাদা হয়ে থাকছে, যা শিশু ও বৃদ্ধদের চলাফেরায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি এলাকাবাসীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানান, “ঘটনার কথা শুনেই আমি ও স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে যাই। আমরা অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করি। তারপরও তিনি পানি চলাচলের পথ বন্ধ রেখেছেন বলে জানতে পারছি। বিষয়টি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। তিনি বলেন, “আমি নিজেই সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর অভিযোগ যথার্থ বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে পানি প্রবাহ স্বাভাবিক থাকে এবং জনভোগান্তি লাঘব হয়।”

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত