ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক পদক বিজয়ীদের বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সংবর্ধনা ও কমিটির পরিচিতি সভা


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৩:৩৬

আন্তর্জাতিক অঙ্গনে জুজুৎসু খেলায় বাংলাদেশের গর্বিত খেলোয়াড় ও বিভিন্ন পদক অর্জনকারিদের সম্মানে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের উদ্যোগে “আন্তর্জাতিক পদক বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা" অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭শে জুন) বিকাল ৫ টায় ঢাকা বোট ক্লাবে এই সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রথম জাতীয় মার্শাল আর্ট মহিলা প্রশিক্ষিকা, রেফারী ও সংগঠক এবং বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি লায়ন নাদিরা আহসান। অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন  করেন, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

এসময় অতিথিরা জুজুৎসু খেলা সম্পর্কে বক্তৃতায় বলেন, "জুজুৎসু একটি জাপানিজ মার্শাল আর্ট। জুজুৎসু থেকেইে কারাতে এবং জুডো'র উৎপত্তি। জুজুৎসু একটি এশিয়ান অলিম্পিকের ডিসিপ্লিন। জুজুৎসু'তে ৭টি ইভেন্ট রয়েছেঃ ১. ডুও সিস্টেম ২. শো সিস্টেম ৩. ফাইটিং সিস্টেম ৪. নিওজা ৫. ফুল কন্টাক্ট ফাইট ৬. নো-গি ৭. পারা জুজুৎসু। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রাপ্ত হয়। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ৪টি জাতীয় প্রতিযোগিতা, ১টি জাতীয় বীচ প্রতিযোগিতা, রেফারি প্রশিক্ষণ ও গ্রেডিং পরীক্ষা, বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রায় শতাধিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ৪টি বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা, ৫টি এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতা, ২টি গ্রান্ড প্রিক্স প্রতিযোগিতা ও ১টি দক্ষিণ এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতাসহ মোট ১৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ৮টি স্বর্ণ ও ৮টি রৌপ্য সহ মোট ৪২টি পদক জয়ের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এক অনন্য সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের স্বপ্ন দেখেন।"

এসময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জুজুৎসু খেলায় বাংলাদেশী দলের  স্বর্ণপদক, রৌপ্য পদক, তাম্র পদক বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে রাতের ডিনারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি