রাজধানীর রমনা জোনের মদের বারগুলোতে অনিয়মের অভিযোগ, যেন দেখার কেউ নেই
রাজধানী ঢাকার রমনা জোনের মদের বারগুলোর বিরুদ্ধে নিজেদের ইচ্ছেমতো দোকান খোলা রাখা, অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রি, মদ ক্রেতার লাইসেন্স যাচাই না করা এবং শুক্রবারেও দোকান খোলা রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। মনে হচ্ছে, এসব অনিয়ম দেখার যেন কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, শাহবাগের পিকক ও বাংলা মোটরের গোল্ডেনড্রাগন বারগুলো যেন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। শুক্রবারেও মদের দোকান খোলা রাখাসহ কয়েকটি প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল নিয়ম অমান্য করে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনার পরেও তারা ভোর ৪টা বা ৫টা পর্যন্ত মদের দোকান খোলা রাখছে। ২১ বছরের নিচের ক্রেতাদের কাছেও মদ বিক্রি করা হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তারা যত্রতত্র বসে মদ্যপান করে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বারে বসে মদ সেবন ও পার্সেল নেওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া নিয়ম বা মদ সেবনের অনুমতিপত্র বা লাইসেন্স আছে কিনা, সেগুলো যাচাই-বাছাই না করার কারণে ছোট-বড় সকলেই মদ সেবন করার সুযোগ পাচ্ছে।
নিয়ম অনুযায়ী, মদের দোকানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা পরিচালনার অনুমতি পায়। কিন্তু প্রশাসনের চোখ এড়িয়ে অনেক প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত মদের দোকান খোলা রেখে মদ বিক্রি করছে। যে কারণে অবাধে মদ সেবন ও বিক্রি করা হচ্ছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে সমাজের বিশিষ্টজনদের অভিমত।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ ও বাংলা মোটর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা 'দৈনিক সকালের সময়'কে বলেন, ফজরের আযানের পরে যখন রাস্তার পাশে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়, তখন বুঝতে অসুবিধা হয় না এ সকল মদের দোকানের আশেপাশে কী হচ্ছে। এসব বন্ধ না হলে যুব সমাজ ধ্বংসের পথে যাবে।
প্রশাসনের এক কর্মকর্তা বলেন, "আমরা মাঝেমধ্যেই এ সকল বার ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছি এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।"
আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও কিছু প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে চলেছে। বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে মদ সেবনের সুযোগ থাকলে তা সমাজে অপরাধ প্রবণতা ও নৈতিক অবক্ষয় ডেকে আনবে।
শাহবাগ ও বাংলা মোটরে শুক্রবারে মদের দোকান খোলা রাখা সহ বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়ে মন্তব্য জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, "সরকারি নিয়ম বা আইন অমান্য করে কোনো ব্যক্তি মদের বার পরিচালনা করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"
এমএসএম / এমএসএম
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি
শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি
রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন
রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক
সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাব শিশু হাসপাতাল শাখার দোয়া-মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ভাসানটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল আটক
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্যের কমিটি ঘোষণা
কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও সুইস গিয়ার উদ্ধার
জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চুড়ান্ত হয়নি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ড্যাব নিটোর শাখার শ্রদ্ধা ও দোয়া মাহফিল