ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের যে গ্রামে ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৯-২০২১ রাত ৮:৫

ফরিদপুরের আলফাডাঙ্গার অবহেলিত একটি গ্রামের নাম চর বানা। গ্রামটিতে স্বাধীনতার ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামটির আয়তনও ছোট। ২২০টি পরিবারের বসবাস। লোকসংখ্যা দেড় হাজার। রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। বলাচলে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা থেকে পিছিয়ে তারা। যোগাযোগ ব্যাবস্থার দিক দিয়ে একেবারে পিছিয়ে। রাস্তা-ব্রিজ, কালভার্টের অভাবে বছরের অর্ধেক সময় থাকতে হয় পানিবন্দি। আর শুখনো মৌসুমে পায়ে হেঁটে চলতেও নানা ভোগান্তি পোহাতে হয় এ গ্রামের মানুষদের। 

সরেজমিন দেখা যায়, গ্রামটিতে যাওয়ার পথে একটি ব্রিজ থাকলেও ব্রিজের দুপাশে নেই সংযোগ পাকা সড়ক। আছে কাঁচা রাস্তা। তাও অনেক নিঁচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়। অতি বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায়। আর প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তাটি প্রায় পাঁচ ফুট পানির নিচে থাকে। 

এতে ব্রিজটির দুই পাশের সংযোগ কাচা রাস্তা তলিয়ে যাওয়ার কারণে বছরের প্রায় অর্ধেক সময় রাস্তাবিহীন বব্রিজটি অকেজো অবস্থায় ঠাঁয় দাঁড়িয়ে থাকে, যা কোন কাজেই আসে না এলাকাবাসীর। শুকনো মৌসুমেও সড়কটি কাঁচা থাকার কারণে একটু বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাঁশের সাঁকো দিয়েও চলতে দেখা যায়। অনেকে জমির আইল ধরে চলাচল করলেও বর্ষায় তা সম্ভব হয় না। 

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই শিক্ষার হার খুবই কম। নেই কোনও স্বাস্থ্যকেন্দ্র। গ্রামীণ অবকাঠামোর সন্তোষজনক উন্নয়ন না হওয়ায় গ্রামবাসীর মধ্যে রয়েছে চরম ক্ষোভ। তবে স্থানীয়রা মনে করেন জনপ্রতিনিধি ও সরকারের প্রচেষ্টা থাকলে এমন করুন অবস্থা থেকে খুব দ্রুতই মুক্তি পাওয়া সম্ভব।

গ্রামবাসীর অভিযোগ, চরবানা গ্রামটি উন্নয়ন বঞ্চিত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এতোটাই খারাপ যে অন্য এলাকার মানুষ এই গ্রামে আত্মীয়তা পর্যন্ত করতে অনিহা প্রকাশ করে। ছেলে বা মেয়ে বিয়ে দিতে এ গ্রামে এলেও চলাচলের এমন দশা দেখে বিয়ে দিতে বা বিয়ে করতে চায় না। কারণ শশুর বাড়ি কিংবা জামাই বাড়ি আসতে যেতে ভোগান্তি পোহাতে হবে। কৃষি কাজের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার মোকাবেলা করে চলতে হয়। 

নজরুল শেখ নামের গ্রামের আরেক ব্যক্তি বলেন, বর্ষায় গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে আমরা কষ্টে থাকি।যাতায়েতের খুব সমস্যা হয়। ঘর থেকে বের হতে হলে নৌকা ছাড়া উপায় নেই। বছরের ছয় মাস ধরে আমরা থাকি পানিবন্দী। কোনো মতে পরিবার-পরিজনদের নিয়ে আটঘাট বেঁধে পড়ে রয়েছি।

আমিনুল  বুলবুল জানান, সবচেয়ে কষ্ট বর্ষার সময়। মানুষ চলতে গিয়ে ঘটে দূর্ঘটনা।ছাত্রছাত্রীরা পার হতে গিয়ে বিপদে পড়ে। এখানে এমপি সাহেব নিজে এসে পরিদর্শন করেছেন। শুকনো মৌসুমে রাস্তায় মাটিও দিয়েছেন। কিন্তু খালের ভিতরে রাস্তার দুপাশে অনেক গভীর হওয়ায় রাস্তায় মাটি থাকেনা। কৃষক সোহরাব হোসেন জানান, বছরের ছয় মাস ফসলী জমিতে পানি থাকে। তাই জমিতে ঠিকমতো ফসলও ফলাতে পারি না।

স্থানীয় ইউপি সদস্য তবিবর মল্লিক বলেন, বর্তমান সরকারের নিকট আমাদের প্রাণের দাবি গ্রামটির সার্বিক উন্নয়নসহ রাস্তা-ঘাটের উন্নতি করা হোক।

এ বিষয়ে বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু জানান, চর বানা গ্রামটি আসলেই অবহেলিত। এ সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট একাধিকবার জানানো হয়েছে।

এ ব্যাপারে বানা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রাজ ইসলাম খোকন জানান, গতবছর রাস্তাটির কিছু অংশে মাটি দিয়ে উঁচু করা হয়েছিলো। কিন্তু রাস্তাটি অনেক নিঁচু। যার জন্য তেমন একটা কাজে আসেনি। উদ্বর্তন কর্তৃপক্ষকে গ্রামবাসীর কষ্টের কথা জানিয়েছি। সরেজমিনে পরিদর্শনও করেছেন। রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে জানিয়েছেন।

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জানান, ওই রাস্তাটি এমপি মহোদয় নিজে পরিদর্শন করেছেন। আগামী শুষ্ক মৌসুমে রাস্তাটির উন্নয়ন হবে বলে আশা করছি।

জামান / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়