মোহনগঞ্জে নিষিদ্ধ জালে মাছ শিকার, দেশীয় মাছশূন্য হাওর

একসময় নেত্রকোণার মোহনগঞ্জের অন্যতম বৃহত্তম হাওর ডিঙিপোতা ছিল মাছের রাজ্য। স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে বিপুল পরিমাণ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে।
ডিঙিপোতা হাওরে নিষিদ্ধ 'খনা জাল' ব্যবহার করে অবাধে মাছ শিকার চলছে, এতে দেশীয় মাছের অস্তিত্ব মারাত্মক হুমকিতে পড়েছে। হাওর হলো দেশি মাছের এক অপার সম্ভাবনার দুয়ার। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত জেলার ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে হাওর বিস্তৃত। মিঠাপানির মাছের ৮০ শতাংশ আসে হাওর এলাকা থেকে। আমিষের অভাব পূরণের একটি প্রাণীজ উপাদান হলো মাছ, যা বাঙালির রসনা তৃপ্ত করতে অপরিহার্য।
নেত্রকোণার মোহনগঞ্জের হাওর-বাঁওড়ের একটি বড় জলাশয় হলো ডিঙিপোতা হাওর। এটি দেশি প্রজাতির মাছের এক বিশাল উৎস। কিন্তু বর্তমানে এই হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির অনেক মাছ, যেমন মেনি, লাটিয়া, নানিদ, রানী, গলদা, চিংড়ি, খলিশা, বইচা, বাচা, মলা, ঢেলা, খাইখ্যা, চাউট্ট্যা। বিশেষ করে মূল্যবান বোয়াল মাছের পোনা ব্যাপক হারে শিকার করা হচ্ছে। এমনসব মাছের প্রজাতি প্রায় বিলুপ্ত। এসব মাছের মধ্যে কিছু কিছু প্রজাতির মাঝেমধ্যে দেখা মিললেও অনেকগুলো একেবারে নিঃশেষ। হাওর-বাঁওড়ে দেশি প্রজাতির মাছ বিলুপ্তির প্রধান কারণ হলো নির্বিচারে পোনা নিধন। এক শ্রেণীর মানুষ এসব জলাশয়ে চায়না বাইর, দুয়ারি জাল, খনা জাল, কারেন্ট জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করছে। ফলে অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে অনেক প্রজাতির মাছ। আজ মঙ্গলবার (৮ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, খনা জাল দিয়ে হাওরে মাছ ধরা হচ্ছে। জানতে চাইলে ডিঙিপোতা হাওর জনপদের স্থানীয়রা বলেন, সন্ধ্যা হলেই হাওরে খনা জালের হিড়িক পড়ে। তারা প্রতিদিন রাতে ধ্বংসাত্মক খনা জাল ব্যবহার করে হাওরের বিপুল পরিমাণ মাছ ধরছে। খনা জাল এমন একটি জাল, যার ভেতরে ছোট-বড় সব ধরনের মাছই উঠে আসে। হাওর-বাঁওড়ের দেশি মাছ এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না।
মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, "খনা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার বিষয়টি জানতে পেরেছি। এই জাল দিয়ে মাছ ধরা দেশের মৎস্য আইন অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও অবৈধ। তাছাড়া এই জাল দিয়ে পোনা মাছ ধরা মাছের প্রজনন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।" তিনি আরও জানান, যারা অবৈধ জাল দিয়ে পোনামাছ ধরছে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ, গ্রেপ্তার ৩

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

বাগেরহাটে সংসদীয় আসন হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে চিতলমারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী "দুই বেকারিকে ভোক্তা আইনে জরিমানা

সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে
