ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোহনগঞ্জে নিষিদ্ধ জালে মাছ শিকার, দেশীয় মাছশূন্য হাওর


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৫:৪

একসময় নেত্রকোণার মোহনগঞ্জের অন্যতম বৃহত্তম হাওর ডিঙিপোতা ছিল মাছের রাজ্য। স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে বিপুল পরিমাণ মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে।

ডিঙিপোতা হাওরে নিষিদ্ধ 'খনা জাল' ব্যবহার করে অবাধে মাছ শিকার চলছে, এতে দেশীয় মাছের অস্তিত্ব মারাত্মক হুমকিতে পড়েছে। হাওর হলো দেশি মাছের এক অপার সম্ভাবনার দুয়ার। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত জেলার ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে হাওর বিস্তৃত। মিঠাপানির মাছের ৮০ শতাংশ আসে হাওর এলাকা থেকে। আমিষের অভাব পূরণের একটি প্রাণীজ উপাদান হলো মাছ, যা বাঙালির রসনা তৃপ্ত করতে অপরিহার্য।

নেত্রকোণার মোহনগঞ্জের হাওর-বাঁওড়ের একটি বড় জলাশয় হলো ডিঙিপোতা হাওর। এটি দেশি প্রজাতির মাছের এক বিশাল উৎস। কিন্তু বর্তমানে এই হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির অনেক মাছ, যেমন মেনি, লাটিয়া, নানিদ, রানী, গলদা, চিংড়ি, খলিশা, বইচা, বাচা, মলা, ঢেলা, খাইখ্যা, চাউট্ট্যা। বিশেষ করে মূল্যবান বোয়াল মাছের পোনা ব্যাপক হারে শিকার করা হচ্ছে। এমনসব মাছের প্রজাতি প্রায় বিলুপ্ত। এসব মাছের মধ্যে কিছু কিছু প্রজাতির মাঝেমধ্যে দেখা মিললেও অনেকগুলো একেবারে নিঃশেষ। হাওর-বাঁওড়ে দেশি প্রজাতির মাছ বিলুপ্তির প্রধান কারণ হলো নির্বিচারে পোনা নিধন। এক শ্রেণীর মানুষ এসব জলাশয়ে চায়না বাইর, দুয়ারি জাল, খনা জাল, কারেন্ট জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করছে। ফলে অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে অনেক প্রজাতির মাছ। আজ মঙ্গলবার (৮ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, খনা জাল দিয়ে হাওরে মাছ ধরা হচ্ছে। জানতে চাইলে ডিঙিপোতা হাওর জনপদের স্থানীয়রা বলেন, সন্ধ্যা হলেই হাওরে খনা জালের হিড়িক পড়ে। তারা প্রতিদিন রাতে ধ্বংসাত্মক খনা জাল ব্যবহার করে হাওরের বিপুল পরিমাণ মাছ ধরছে। খনা জাল এমন একটি জাল, যার ভেতরে ছোট-বড় সব ধরনের মাছই উঠে আসে। হাওর-বাঁওড়ের দেশি মাছ এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না।

মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, "খনা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার বিষয়টি জানতে পেরেছি। এই জাল দিয়ে মাছ ধরা দেশের মৎস্য আইন অনুযায়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও অবৈধ। তাছাড়া এই জাল দিয়ে পোনা মাছ ধরা মাছের প্রজনন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।" তিনি আরও জানান, যারা অবৈধ জাল দিয়ে পোনামাছ ধরছে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন