সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সহ চারজনের বিরুদ্ধে প্রায় ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে মামলাটি করেন শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান।
মামলায় অন্য আসামিরা হলেন: যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের কথিত ব্যক্তিগত সহকারী আলমগীর সিদ্দিকী টিটো, তার স্ত্রী শামীমা পারভিন রুমা এবং মাগুরখালী গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে রবিউল ইসলাম।
বাদীর অভিযোগ, এমপি থাকাকালে শাহীন চাকলাদার ও তার ঘনিষ্ঠরা কলেজ ও স্কুলের বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করেন। কলেজের স্নাতক ও বিএমপি শাখা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও আদেশ করিয়ে দেওয়ার কথা বলে মোট ৮৪ লাখ ৪৫ হাজার টাকা দাবি করেন। বাদী শিক্ষকদের সঙ্গে কথা বলে টাকা সংগ্রহ করে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আলমগীর সিদ্দিকীর বাড়িতে গিয়ে তাদের হাতে দেন। তারা মেশিনে গুনে টাকা গ্রহণ করেন এবং শাহীন চাকলাদারও তা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ হয়েছে।
পিটিশন মামলায় বলা হয়, ২০২১ ও ২০২২ সালের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তারা তা বাস্তবায়ন করেননি। পরে নানা টালবাহানার পর জানিয়ে দেন, কাজ আর হবে না। বাদী মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হন, কোনো কাজ না করে আসামিরা টাকা ভাগ করে নিয়েছেন। তবে মামলা-হামলার আশঙ্কায় দীর্ঘদিন তিনি চুপ ছিলেন। সর্বশেষ গত ২০ জুন টিটো ও তার স্ত্রীর সঙ্গে দেখা করে টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করেন এবং রাজনৈতিক ক্ষমতার ভয় দেখান। পরে বাদী আদালতে মামলা করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাহমিদ আকাশ।
এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ১২২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড

বালিয়াকান্দিতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

তিতাসে আওয়ামী লীগ নেতা ওসমান গনির বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ

লাকসামে শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জে রাধাষ্টমী পালিত

অনিয়ম আর অব্যবস্থাপনায় অচল বোদা ডায়াবেটিক স্বাস্থ্যসেবা কেন্দ্র

অসংখ্য খানাখন্দে ভরা বগার বাজার থেকে কাশিগঞ্জ বাজার সড়ক এ যেন মরণফাঁদ

নেত্রকোনায় হামলা-পাল্টা হামলায় সাবেক ইউপি সদস্যসহ নিহত-২,আহত ৩

ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি ও অবৈধ মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা

হারাবতী নদীতে মাছ ধরার উৎসব : ক্ষেতলালে মিলনমেলায় শতশত মানুষ

বিএনপি নেতা সেলিমুজ্জামানের দাবি: আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন দিতে হবে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
