মিথ্যা মামলায় সাংবাদিকসহ ১৭ জনকে আদালতের অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জে দায়ের করা একটি হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে সাংবাদিকসহ ১৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ-এর আদালত এই আদেশ দেন।
জানা গেছে, কথিত মামলাবাজ রফিকুল ইসলাম সম্প্রতি ১০৭ ও ১১৭ ধারায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। এটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অভিযুক্তরা এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছিলেন।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ-এর আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাংবাদিকসহ ১৭ জনকে মামলাটি থেকে অব্যাহতির নির্দেশ দেন এবং মামলা প্রত্যাহারের আদেশ দেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আদালতের এই রায় ন্যায়বিচারের প্রতিফলন। সাংবাদিকসহ সাধারণ নিরীহ মানুষদের এভাবে হয়রানি করা খুবই দুঃখজনক। আজকের রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে।”
অভিযোগ রয়েছে, মামলার বাদী রফিকুল ইসলাম নিজ গ্রামে মোজাফর আলী ওরফে মজা নামে এক প্রতিবেশীকে হত্যা করে দীর্ঘদিন জেল খেটেছেন। এছাড়া বর্তমানে বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে আদালতে নিয়মিত হাজিরা দেন। এলাকায় রফিক ‘মামলাবাজ’ ও ‘প্রতারক’ হিসেবে পরিচিত। এছাড়াও গ্রাম্য সালিশে তদবিরের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, সাংবাদিকদের পক্ষ থেকে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা বলেন, এই রায় ন্যায়ের বিজয় এবং সত্যের প্রতিষ্ঠা। পাশাপাশি ভবিষ্যতে কেউ এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা করার সাহস দেখালে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, কথিত মামলাবাজ রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের পুলিশমাইল গোবিনপুর গ্রামের বাসিন্দা। গত এপ্রিল মাসে পাশের গ্রামের কৃষক যুবক বজ্রপাতে নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুকে নিয়ে মসজিদে বিরূপ মন্তব্য করলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উক্ত মন্তব্যের প্রতিবাদ করলে মামলাবাজ রফিকের ছেলে মোহাম্মদ আলী ঝাবু বাজারে শত শত মানুষের মাঝে ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলামের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। এতে গুরুতর জখম হন রবিউল। এই ঘটনার জেরে দৈনিক সকালের সময় শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিকে হয়রানি মূলকভাবে ও ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়ে দেন। মামলাবাজ রফিক সত্য ঘটনাকে আড়াল করার উদ্দেশ্যে আসামিদের বাঁচানোর প্রয়াসে মূল ঘটনাকে আড়াল করতে প্রায় ২ মাস পরে রিপোর্টারকে জড়িয়ে আবারও উপরোক্ত ধারায় মামলা দায়ের করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর আদালতে। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাব্বির আহমেদ-এর আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
