কেশবপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে হরিহর নদীর কচুরিপানা অপসারণ
যশোরের কেশবপুর উপজেলায় সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি থেকে সাময়িক রক্ষা পেতে হরিহর নদী থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। নদীতে কচুরিপানা জমে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, যা বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত রোববার থেকে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে হরিহর নদীর কচুরিপানা অপসারণ কাজ শুরু হয়েছে এবং তা এখনো চলমান রয়েছে। সাধারণ মানুষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অনেকেই এটিকে চলমান রাখার কথা ব্যক্ত করেছেন। নদী পরিষ্কার থাকলে পানি সহজেই সরে যেতে পারবে এবং এলাকা বন্যা প্লাবিত হবে না বলে এলাকাবাসী মনে করছেন।
স্বেচ্ছাসেবীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজ বিশ্বাস, হৃদয় ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস, প্রিয় কেশবপুরে এডমিন এনামুল, আশরাফুল, নয়ন, আলীম, ইকরামুল, সারাফাত হোসেন, মোহাম্মদ, সাদ প্রমুখ রয়েছেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্ণমালা একাত্তরের পরিচালক, বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম সুইট।
তিনি জানান, যশোর জেলার মধ্যবর্তী নদী হরিহরের মাধ্যমে মণিরামপুর থেকে আসা মধ্যকুল, হাবাসপোল, ভোগতী, আলতাপোল, বালিয়াডাঙ্গা, ব্রহ্মকাঠি, রামচন্দ্রপুর, ব্যাসডাঙ্গা, সুজাপুর, কন্দর্পপুর ও রাজনগর বার্কাবরশী গ্রামের পানি প্রবাহিত হয়।
তিনি আরও বলেন, এর আগে নদী খননের কাজ করা হলেও রাজনৈতিক দলের ক্ষমতাসীনরা নিজেদের ইচ্ছামতো খননকাজ করে থাকেন। খননের নামে শুধু কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়। এতে ক্ষমতাসীনদের ভাগ্যের উন্নয়ন ঘটলেও জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। অনেকের বাড়ি এবং পৌর শহরের চারানি বাজারসহ ফসলের জমিতে পানি উঠে ক্ষতির সম্মুখীন হয়েছে। এ কারণে সাময়িক পানি নিষ্কাশন করতে হলে আগে কচুরিপানা পরিষ্কার করতে হবে, তাহলে পানি দ্রুত নিষ্কাশন হবে বলে আশা করা যায়।
এমএসএম / এমএসএম
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা
ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম
যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০
নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা
কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল
গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ