খানসামায় নামাজে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা

দিনাজপুরের খানসামায় বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে চলমান অভ্যন্তরীণ কোন্দলে এবার হামলার শিকার হয়েছেন মুক্তিযুদ্ধের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরিফ উদ্দিন সরকার।
জানা গেছে, তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কৃষক দলের আহ্বায়ক হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। অথচ রাজনৈতিক প্রতিপক্ষের রক্তাক্ত খেলায় তাকেও ছাড় দেওয়া হয়নি।
১৮ জুলাই (শুক্রবার) ভোর সাড়ে চারটার দিকে পাকেরহাট এলাকায় নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে রওনা হলে পথরোধ করে একদল দুর্বৃত্ত তাঁকে নির্মমভাবে রড দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকারের ছেলে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ বলেন, “এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। বিএনপির মনোনয়ন নিয়ে চলমান দ্বন্দ্বের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে বাবাকে হত্যা করতে চেয়েছিল প্রতিপক্ষ। দুই দিন আগে থেকেই আমার বাসার সামনের দিকে কর্নেল গ্রুপের কয়েকজন অনুসারী ওত পেতে থাকে। কখন সুযোগ পায় বাবাকে হামলা করার। সর্বশেষ গতকালকে বাবা নামাজের জন্য পাকেরহাট মসজিদে যাওয়া কালীন সময়ের মধ্যেই মাছ হাটি সংলগ্ন এলাকায় নির্মম হামলা চালায় তারা।
দিনাজপুর জেলা যুবদলের সদস্য ওবাইদুর রহমান মুন্সি তাঁর ফেসবুক আইডিতে লেখেন, “বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকার ভাই ফজরের নামাজ আদায় করতে বের হলে কর্নেল গ্রুপের কিছু লোক তাঁকে নির্মমভাবে রড দিয়ে আঘাত করে হত্যা করতে চেয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।”
কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরীর এপিএস মমিনুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। কিন্তু বারবার আমাদের উপর অতর্কিত হামলা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকারের ওপর হামলার ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা পরিকল্পিতভাবে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা"।
উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই রাত থেকে শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত দুই গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষ, ভাঙচুর ও মামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই হামলা নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান
