ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাতে জিম্মি ঢাকা মেডিকেলের বহির্বিভাগ!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলায় নাক, কান, গলা শাখার টিকিট কাউন্টারে বসে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড কোম্পানির দুজন প্রতিনিধি খাতায় রেজিস্টারসহ সরকারি সিল মেরে অসংখ্য টিকিট নিজেদের কাছে রাখছেন। এ বিষয়ে ঔষধ কোম্পানির ওই প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে তারা দ্রুত সেখান থেকে উঠে চলে যান। টিকিট কাউন্টারে ডিউটিরত সরকারি স্টাফকে প্রশ্ন করা হলে তিনি 'দৈনিক সকালের সময়'কে জানান, রোগীর চাপ বেশি হওয়ায় তারা এখানে বসে খাতায় রেজিস্টার করছেন।
পরবর্তীতে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড কোম্পানির প্রতিনিধি মো: মিন্টুর মোবাইল নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করা হয় এবং একটি সরকারি অফিসে তাদের কাজের বিষয়ে জানতে চাওয়া হয়। আরও কিছু তথ্য জানার জন্য ঢাকা মেডিকেলের যেকোনো স্থানে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হলে মিন্টু জরুরি বিভাগের পাশে আসতে বলেন। পূর্ব নির্ধারিত কথামতো জরুরি বিভাগে গেলে তার সাথে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার মো: আমিনুল ইসলামকে উপস্থিত দেখা যায়। মো: মিন্টুর সাথে কথা বলতে চাইলে এরিয়া ম্যানেজার আমিনুল বলেন, "আপনি আমার সাথে কথা বলেন।" সেই অনুযায়ী এরিয়া ম্যানেজার আমিনুলের সাথে কথা বলা শুরু করতেই পাশে থাকা অন্য একজন কথা টেনে নিয়ে আমার পরিচয় জানতে চান। প্রথমে পরিচয় দিতে না চাইলেও একপর্যায়ে তিনি নিজেকে মিরপুর বাংলা কলেজের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।
এ সময় বাংলা কলেজের ওই ছাত্রের সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে আশেপাশে আরও ৮-১০ জন লোককে জড়ো হতে দেখা যায়। সকলেই আমার পরিচয় জানতে চাওয়া সহ আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। আমার পকেটে থাকা মোবাইলে ভিডিও করা হচ্ছে সন্দেহ করে তারা জোরপূর্বক আমার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি এরিয়া ম্যানেজার আমিনুল একাধিকবার আমাকে 'চাঁদাবাজ' আখ্যা দিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং তার সাথে আসা লোকজনকে আমার ভিডিও ধারণ করতে নির্দেশ দেন। এক পর্যায়ে ঢাকা মেডিকেলের রিপোর্টার এনটিভির আল-আমিন ও প্রতিদিনের আলোর সহকর্মী শাওন ঘটনাস্থলে আসলে তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান।
এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমানের সাথে দেখা করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, "পরিচালক স্যারের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারব না।"
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনিয়মিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ এবং তাদের সিল মারার বিষয়ে মন্তব্য জানতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এর সাথে দেখা করলে 'দৈনিক সকালের সময়'কে তিনি বলেন, "আমি যখন বহির্বিভাগে পরিদর্শনে যাই তখন ঔষধ কোম্পানির লোক থাকে না। আবার আমি চলে আসার পর সবাই মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে। তাছাড়াও ডাক্তারদের সম্মতি ছাড়া তারা কিভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করতে পারেন?"
এমএসএম / এমএসএম

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা

ছাগলকাণ্ডের মতিউরের ২য় স্ত্রী ও মেয়েকে গ্রেফতারে ইন্টারপোলে আবেদন

উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখার দাওয়াতী সভা অনুষ্ঠিত

স্টাইপেন্ড একাডেমিক কেয়ারের আত্মপ্রকাশ এবং এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে'র সাথে যৌথ চুক্তি স্বাক্ষর

সোশ্যাল মিডিয়ায় পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আফরোজা আক্তার শারমিনের বিরুদ্ধে

ডেমরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখে দিবে তুরাগবাসী

অবশেষে কর কর্মকর্তা-লিংকন রায় ১৪৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে বরখাস্ত

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচলে জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
