ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাতে জিম্মি ঢাকা মেডিকেলের বহির্বিভাগ!


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ১৮-৭-২০২৫ রাত ৯:৫০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলায় নাক, কান, গলা শাখার টিকিট কাউন্টারে বসে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড কোম্পানির দুজন প্রতিনিধি খাতায় রেজিস্টারসহ সরকারি সিল মেরে অসংখ্য টিকিট নিজেদের কাছে রাখছেন। এ বিষয়ে ঔষধ কোম্পানির ওই প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে তারা দ্রুত সেখান থেকে উঠে চলে যান। টিকিট কাউন্টারে ডিউটিরত সরকারি স্টাফকে প্রশ্ন করা হলে তিনি 'দৈনিক সকালের সময়'কে জানান, রোগীর চাপ বেশি হওয়ায় তারা এখানে বসে খাতায় রেজিস্টার করছেন।

পরবর্তীতে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড কোম্পানির প্রতিনিধি মো: মিন্টুর মোবাইল নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করা হয় এবং একটি সরকারি অফিসে তাদের কাজের বিষয়ে জানতে চাওয়া হয়। আরও কিছু তথ্য জানার জন্য ঢাকা মেডিকেলের যেকোনো স্থানে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হলে মিন্টু জরুরি বিভাগের পাশে আসতে বলেন। পূর্ব নির্ধারিত কথামতো জরুরি বিভাগে গেলে তার সাথে নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার মো: আমিনুল ইসলামকে উপস্থিত দেখা যায়। মো: মিন্টুর সাথে কথা বলতে চাইলে এরিয়া ম্যানেজার আমিনুল বলেন, "আপনি আমার সাথে কথা বলেন।" সেই অনুযায়ী এরিয়া ম্যানেজার আমিনুলের সাথে কথা বলা শুরু করতেই পাশে থাকা অন্য একজন কথা টেনে নিয়ে আমার পরিচয় জানতে চান। প্রথমে পরিচয় দিতে না চাইলেও একপর্যায়ে তিনি নিজেকে মিরপুর বাংলা কলেজের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

এ সময় বাংলা কলেজের ওই ছাত্রের সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে আশেপাশে আরও ৮-১০ জন লোককে জড়ো হতে দেখা যায়। সকলেই আমার পরিচয় জানতে চাওয়া সহ আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। আমার পকেটে থাকা মোবাইলে ভিডিও করা হচ্ছে সন্দেহ করে তারা জোরপূর্বক আমার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি এরিয়া ম্যানেজার আমিনুল একাধিকবার আমাকে 'চাঁদাবাজ' আখ্যা দিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং তার সাথে আসা লোকজনকে আমার ভিডিও ধারণ করতে নির্দেশ দেন। এক পর্যায়ে ঢাকা মেডিকেলের রিপোর্টার এনটিভির আল-আমিন ও প্রতিদিনের আলোর সহকর্মী শাওন ঘটনাস্থলে আসলে তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমানের সাথে দেখা করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, "পরিচালক স্যারের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারব না।"

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনিয়মিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ এবং তাদের সিল মারার বিষয়ে মন্তব্য জানতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এর সাথে দেখা করলে 'দৈনিক সকালের সময়'কে তিনি বলেন, "আমি যখন বহির্বিভাগে পরিদর্শনে যাই তখন ঔষধ কোম্পানির লোক থাকে না। আবার আমি চলে আসার পর সবাই মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে। তাছাড়াও ডাক্তারদের সম্মতি ছাড়া তারা কিভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করতে পারেন?"

এমএসএম / এমএসএম

ধরা ছোয়ার বাইরে অপরাধী মনিরুল ও আবু জাফর চৌধুরী

যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে না দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড

বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা

ভুয়া ভিসায় দালাল চক্রের প্রতারণা, হুমকির মুখে লেবাননের শ্রমবাজার

আমদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক গ্যাদারিংয়ে বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত