জাতীয় প্রেসক্লাবে ‘এসটিভি ৫২’ এর শুভ উদ্বোধন ও গণতন্ত্র-সংশ্লিষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে "গণতন্ত্র উত্তরন এবং মিডিয়ার উন্নয়নে সুশীল সমাজ, সাংবাদিক ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকের করণীয়" শীর্ষক আলোচনা সভা এবং টেলিভিশন চ্যানেল এসটিভি ৫২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশগ্রহণ করেন অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান, ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রের বিকাশে মিডিয়া কেবল সংবাদ পরিবেশন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, গণসচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখে।অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক নজরুল ইসলাম সাচীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসটিভি ৫২-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাইজুল ইসলাম সাগর।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। পাশাপাশি তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে এসটিভি ৫২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করেন এবং গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণতন্ত্রকামী সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী
এলজিইডির বিদায়ী প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে উষ্ণ সংবর্ধনা
ঢাকা -১৪ সংসদীয় আসন: সাজ্জাদুল মিরাজের বিশাল গণসংযোগ
সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে রাসূল (সাঃ) এর আদর্শ শীর্ষক জাতীয় সীরাত সেমিনার ও সীরাত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
এমডি ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার কারণে অনিশ্চয়তায় চলমান প্রকল্পগুলো
মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস
রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের ইন্তেকাল
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে যুবক নিহত
সাড়ম্বরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস
রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে ছাত্রদল
এম্বুল্যান্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করলেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন
উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন