ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জাতীয় প্রেসক্লাবে ‘এসটিভি ৫২’ এর শুভ উদ্বোধন ও গণতন্ত্র-সংশ্লিষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত


হারুনুর রশিদ মিয়া photo হারুনুর রশিদ মিয়া
প্রকাশিত: ২০-৭-২০২৫ রাত ৮:৩১

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে "গণতন্ত্র উত্তরন এবং মিডিয়ার উন্নয়নে সুশীল সমাজ, সাংবাদিক ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকের করণীয়" শীর্ষক আলোচনা সভা এবং টেলিভিশন চ্যানেল এসটিভি ৫২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশগ্রহণ করেন অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান, ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গণতন্ত্রের বিকাশে মিডিয়া কেবল সংবাদ পরিবেশন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, গণসচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখে।অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক নজরুল ইসলাম সাচীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসটিভি ৫২-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাইজুল ইসলাম সাগর।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। পাশাপাশি তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কেক কেটে এসটিভি ৫২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা নতুন এই টেলিভিশন চ্যানেলের সফলতা কামনা করেন এবং গণমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণতন্ত্রকামী সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ত্বরান্বিত হয়

সাব-ইন্সপেক্টরদের প্রতি পেশাদারিত্ব ও স্বচ্ছতার আহ্বান ডিএমপি কমিশনারের