মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব ফোর্সেসের সদস্যরা দায়িত্ব পালনের সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সক্ষমতা ও কৌশলগত দক্ষতা বাড়াতে র্যাব ফোর্সেস সদর দপ্তরে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন আইন সম্পর্কে ধারণা দেওয়া এবং দায়িত্ব পালনকালে মানবাধিকার বিষয়ে আরও যত্নবান হওয়ার জন্য আধুনিক প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায়, ২১ জুলাই ২০২৫ তারিখে র্যাব ফোর্সেসে কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ এবং ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ বিষয়ে অধিকতর ধারণা দিতে র্যাব ফোর্সেস সদর দপ্তরে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহ আলম, অতিরিক্ত আইজিপি (অব.), বাংলাদেশ পুলিশ। সেমিনারে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি এবং অতিরিক্ত মহাপরিচালকগণ। এছাড়াও র্যাব ফোর্সেস সদর দপ্তরের পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভিটিসির মাধ্যমে র্যাবের ব্যাটালিয়নসমূহের সকল কর্মকর্তাগণও এই সেমিনারে অংশগ্রহণ করেন।
আলোচনায় জনাব মো. শাহ আলম বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নির্মূল করা। তিনি আরও বলেন, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এক ধরনের সংঘবদ্ধ অপরাধ। এই সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সমন্বিত পদক্ষেপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর যথাযথ প্রয়োগের মাধ্যমে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
এছাড়াও তিনি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ সম্পর্কে সেমিনারে আলোচনা করেন। তিনি বলেন, জনসচেতনতা এবং কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। শাস্তির বিধান শক্তিশালী করা এবং মামলার প্রমাণ সংগ্রহ ও তদন্তের মান আরও উন্নত করার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব।
সেমিনারে উভয় আইনের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করা হয়, যা র্যাব ফোর্সেসের সদস্যদের দায়িত্ব পালনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে র্যাব ফোর্সেস আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে
