বেড়ায় বিষাক্ত সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা
শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (২২ জুলাই) পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করা হয়। সেখানে বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় যায়।
শিফা ব্যাটারি কারখানা মালিক জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংরাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ করলে তাকে করাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন।
সরেজমিনে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় ব্যাটারি কারখানার নামের আড়ালে পুরাতন ব্যাটারির বর্জ্য পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে সিসা তৈরি করা হয়। রাতের অন্ধকারে কারখানার গেট বন্ধ করে খোলা চুলায় ব্যাটারির বর্জ্য পোড়ানো হয়।এতে কারখানার আশেপাশের মানুষ সিসার বিষাক্ত ধোঁয়ায় শ্বাস কষ্ট সহ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। বিষাক্ত সিসার ধোঁয়ার গন্ধে খাওয়া দাওয়া সহ ঘুমানো কঠিন হয়ে পড়েছে। বিষাক্ত সিসার কারখানার কারণে কৃষি জমিতে ফসল ঠিক মত হচ্ছে না। জমির ঘাস গরু ছাগল খেলেই মারা যাচ্ছে । সিসার ধোঁয়ায় ফলজ গাছের ফল ধরছে না। এমতাবস্থায় বিষাক্ত সিসার ধোঁয়ায় মহা বিপদে পড়েছে শিশু সহ বয়স্ক ব্যক্তি। প্রভাবশালীদের সহযোগিতায় এহেন অপকর্ম করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। কারখানার বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পেতে ও মরণ ফাঁদ থেকে বাঁচতে চায় স্থানীয় এলাকাবাসী।
জানতে চাইলে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে বলেন, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বেড়া উপজেলা জুড়ে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজর দারি থাকবে।
এমএসএম / এমএসএম
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন