ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বেড়ায় বিষাক্ত সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:১৫

শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
 
গত মঙ্গলবার (২২ জুলাই) পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করা হয়। সেখানে বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় যায়।
 
 শিফা ব্যাটারি কারখানা মালিক জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংরাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ করলে তাকে করাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
 
এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন।

সরেজমিনে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় ব্যাটারি কারখানার নামের আড়ালে পুরাতন ব্যাটারির বর্জ্য পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে সিসা তৈরি করা হয়। রাতের অন্ধকারে কারখানার গেট বন্ধ করে খোলা চুলায় ব্যাটারির বর্জ্য পোড়ানো হয়।এতে কারখানার আশেপাশের মানুষ সিসার বিষাক্ত ধোঁয়ায় শ্বাস কষ্ট সহ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। বিষাক্ত সিসার  ধোঁয়ার গন্ধে খাওয়া দাওয়া সহ ঘুমানো কঠিন হয়ে পড়েছে। বিষাক্ত সিসার কারখানার কারণে কৃষি জমিতে ফসল ঠিক মত হচ্ছে  না। জমির ঘাস গরু ছাগল খেলেই মারা যাচ্ছে । সিসার ধোঁয়ায় ফলজ গাছের ফল ধরছে না। এমতাবস্থায় বিষাক্ত সিসার ধোঁয়ায় মহা বিপদে পড়েছে শিশু সহ বয়স্ক ব্যক্তি। প্রভাবশালীদের সহযোগিতায় এহেন অপকর্ম করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। কারখানার বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পেতে ও মরণ ফাঁদ থেকে বাঁচতে চায় স্থানীয় এলাকাবাসী।
 
জানতে চাইলে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে বলেন, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বেড়া উপজেলা জুড়ে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজর দারি থাকবে।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও