ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শিবগঞ্জে আলোচিত আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ বিকাল ৫:৪০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে ২০০২ সালে সংঘটিত আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলায় একমাত্র অভিযুক্ত আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একলক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। রায়ে জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে এবং বাকি ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর গ্রামের আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আনারুল গুরুতর আহত হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে গিয়ে আজিজারকে রক্তমাখা ছোরাসহ হাতে-নাতে আটক করেন।

ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে। তবে দীর্ঘদিন ধরে মামলার সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। অবশেষে প্রায় ২৩ বছর পর মঙ্গলবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা হলো। রায়ে নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তারা বিচার প্রক্রিয়া দ্রুততর করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন দীর্ঘ অপেক্ষায় থাকতে না হয়।

এমএসএম / এমএসএম

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ