শান্তিগঞ্জে এগিয়ে চলছে মডেল মসজিদের নির্মাণকাজ

ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রসারে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের আওতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ হচ্ছে। নির্মাণকাজ করছে গণপূর্ত অধিদফতর আর এটি বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বর্তমান সরকার ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রসারে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করবে। এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলায়ও একটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। তিন তলাবিশিষ্ট মসজিদটি নির্মাণে ব্যয়ে ধরা হয়েছে ১১ কোটি ৩৩ লোখ ৩৪ হাজার ৪২৪ টাকা। মডেল মসজিদ নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ প্রকৌশলী অ্যান্ড মাহবুব এন্টারপ্রাইজ (জেভি) কাজটি বাস্তবায়ন করছে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নির্মাণাধীন মডেল মসজিদটি তিন তলা বিশিষ্ট হবে। এর জন্য জায়গা লাগবে প্রায় ৪০ শতক। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি গবেষণা ও দ্বীনি-দাওয়াত কার্যক্রম,পবিত্র কুরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, লাশের গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে। এই মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিম, খাদেম সকলেই সরকারি বেতনভুক্ত হবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, উপজেলা পরিষদের ভিতরে মসজিদটি হওয়ায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কার্যক্রম মসজিদের পবিত্রতার সাথে সাংঘর্ষিক হবে। এটি খোলামেলা অন্যকোন স্থানে হলে আরও ভালো হতো। তবে সরকারের এ উদ্যোগ অত্যান্ত প্রশংসার দাবিদার। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুটি ইসলাম শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় ইসলামি চিন্তাবিদরা। তারা বলছেন, সরকারের এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে মডেল মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ধর্মীয় প্রচার-প্রচারণা আরও বাড়বে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছেন।এর আগে একসঙ্গে এত মসজিদ কেউ তৈরি করেননি, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্যোগের ফলে দেশের মানুষ প্রকৃত ইসলামের জ্ঞান রপ্ত করবে। আওয়ামীলীগ সরকার সব সময় ইসলামের প্রতি খুবই শ্রদ্ধাশীল, এটাই তার প্রমাণ। শান্তিগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি শান্তিগঞ্জবাসীর জন্য ইসলামী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মডেল মসজিদটির কাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে। এটির উদ্বোধন হলেই পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ধর্মীয় প্রচার-প্রচারণা আরও বাড়বে। মানুষের ইবাদতের জন্য সব ধরনের সুযোগ থাকবে এখানে।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
