তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে
সম্প্রতি রাজধানীর তুরাগে ১৮ নং সেক্টরের জাবেদের খামার নামে পরিচিত খালে নৌকা ডুবিতে এক তরুণীর মৃত্যু হওয়ার ঘটনায় আবারও উঠে আসে সেই পুরান চিত্র। এ ঘটনাকে কেন্দ্র করে এবার সুরুজ মিয়া বিরুদ্ধে উত্তরা মেট্রোরেল স্টেশনের পাশে খাল ও খালি প্লট অবৈধ দখল করে চাঁদাবাজি করার গুঞ্জন উঠেছে সর্ব মহলে। ইতিপূর্বে বিগত আওয়ামী লীগ সরকারের দোসরদের নিয়ন্ত্রন নিয়ে উত্তরা রাজউকের খালি প্লটের অবৈধ দখল বাণিজ্য ও চাঁদাবাজি করার নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। গত ২৪ সালের ৫ আগস্ট সে সরকারের পতন ঘটার সাথে সাথে এ এলাকার দখলদারদের চিত্র বদলে যেতে শুরু করে। নতুন করে এসব খালি প্লটের কর্তৃত্ব কারা নিয়ন্ত্রণ করবে এবং নিজেদের অস্তিত্ব জানান দিতে কারাই বা মরিয়া হয়ে ওঠেছে সেটাই এখন জনমনের প্রশ্ন? অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উন্নয়ন প্রকল্প মানেই সাজানো গোছানো একটা আবাসন এলাকা। উত্তরা আবাসিক শহর তৃতীয় পর্ব প্রকল্প যার কাজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। বর্তমান অগ্রগতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হিসাবে ৮৩ শতাংশ। ২০২১ সাল থেকে অধিগ্রহনকৃত জমির জরিমানা শোধের প্রক্রিয়া শুরু হলেও কম দাম দেখে কেউ কেউ তা নিতে অস্বিকৃতি জানায়। আর তাতেই শুরু হয় বিপত্তি। রাজউক কতৃক অধিগ্রহণকৃত জমির মালিক এখন রাজউক আর জরিমানার টাকা না নেওয়া কিছু জমির মালিক মালিকানার দাবি নিয়ে রাজউকের বিরুদ্ধে করে হাইকোর্টের রিট। আর এ সুযোগ কাজে লাগিয়ে খালি প্লটগুলো নিয়ে দীর্ঘ দিন যাবত চলে আসছে অবৈধ দখলদারদের দখলে থাকার পায়তারা। ছোট ছোট বাজার, মিনি পার্ক, খাবারের হোটেল, নার্সারি-সহ গজে উঠেছে নানা ধরনের আস্থানা। এবিষয়ে ষোলহাটির এক বাসিন্দা মোহাম্মদ হোসেন নাছিম প্রতিবেদককে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে কিছু শর্তসাপেক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জায়গা ছেড়ে দেন আমার পূর্বপুরুষরা। এছাড়াও পরবর্তী সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা তৃতীয় প্রকল্পের জন্য জায়গা অধিগ্রহণ করে, এতে আমাদের জায়গাটিও তার মধ্যে পড়ে যায়। শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষ্যে আমার বাবা মৃত ইব্রাহিম মুন্সি ১৯৭৩ সালে স্কুলের জন্য এবং মামা মৃত ইউনুস আলী একটি মসজিদের জন্য জায়গা দান করেন। রাজউক কর্তৃক আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনো পর্যন্ত সরকার আমাদের মূল্য পরিশোধ করে নাই। ৮৩ শতাংশ জমির মূল্য পরিশোধ করার সাথে আমাদের জমির মূল্য পরিশোধ করা হলে আমরাও চলে যেতাম। যেহেতু মূল্য পরিশোধ করা হয় নাই আমরা ক্ষতিগ্রস্ত আমরা অবস্থান করি। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে মামলা-হামলা, হুমকি-ধামকির মাধ্যমে আমাদের ষোলহাটি গ্রামের জায়গাটি গুন্ডাবাহিনী দিয়ে দখল করে রাখেন জাবেদ। বিগত ১৬ বছর জমির মালিক হয়েও বঞ্চিত আমরা অধিকার থেকে। বিপ্লবী জুলাই আন্দোলনের তোপে জাবেদের খামার এখন তুরাগের নয়ানগর এলাকার বাসিন্দা সুরুজ মিয়ার দখলে। এছাড়াও যে জায়গাটি সুরুজ মিয়া হাইকোর্টের রিট আছে এমন বিলবোর্ড দিয়ে নিজের জায়গা বলে দাবি করছে আসলে সে জায়গাটি আমাদের ছিল। হয়তো সুরুজ গংদের জায়গা থাকতে পারে কিন্তু সেটা প্যান্টা গ্রাম দেখলে তার সত্যতা মিলবে। জানা যায় সুরুজ মিয়া ফ্যাসিবাদী সরকারের রাজনীতি করতেন। বিপ্লবী জুলাই আন্দোলনের তোপে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। রাষ্ট্রের কাছে আমি আশা করব একটি সুন্দর পরিবেশ, আইনের সুশাসন, নাগরিকদের মৌলিক অধিকারগুলো সমন্বিত থাকবে। আমাদের আত্মীয়-স্বজন এ বিষয়ে হাইকোর্টে রিট করে স্টে অর্ডার পেয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত তাই এই জায়গাটি আমাদের মৌলিক অধিকার। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটি নিষিদ্ধ সংগঠনের কর্মী আমাদের মৌলিক অধিকার হরণ করবে, সে ক্ষেত্রে রাষ্ট্রের কাছে সর্বোচ্চ সাহায্য কামনা করতেই পারি। এছাড়াও কিছুদিন আগে সুরুজ গংদের অবৈধ দখল করে রাখা কৈয়লার বিলে একটা তাজা প্রাণ ঝরে গেছে। তারপরেও অপকটে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অনেকেরই প্রশ্ন? সুরুজ মিয়ার এই অপকর্মের পিছনের অদৃশ্য শক্তি কারা। তাদের সামনে তুলে ধরা উচিত। এবিষয়ে সুরুজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উত্তরায় একোয়ারকৃত প্রস্তাবিত রাজউকের জায়গা থেকে অনেকেই চলে গেছে কিন্তু যে বিল নেয়নি তার দাবি আছে বলেই চাষ করে খাচ্ছে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের