সাড়া ফেলেছে কৃষকদের মধ্যে
কেরুজ চিনিকলে বর্জ্য ব্যবহার করে প্রথম জৈব সার কারখানা প্রতিষ্ঠা

কেরুজ চিনিকল প্রতিষ্ঠার ৮৭ বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিন ধরে এর বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চিনিকল কর্তৃপক্ষ এই দূষণ রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। সেই বর্জ্য পদার্থ দিয়েই এখন তৈরি হচ্ছে পরিবেশবান্ধব জৈব সার, যা একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, তেমনি চিনিকলের আয়েও যুক্ত করছে নতুন মাত্রা। মিল কর্তৃপক্ষ নিজেদের ও এলাকার চাষিদের চাহিদা পূরণ এবং জমির উর্বরতা বৃদ্ধির কথা ভেবেই আকন্দবাড়িয়ায় জৈব সার উৎপাদন কারখানাটি প্রতিষ্ঠা করে। প্রতি বছরেই এই কারখানায় সার উৎপাদন ও বাজারজাতের লক্ষ্যমাত্রা অতিক্রম হচ্ছে।
কেরুজ চিনিকল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন শিল্প মন্ত্রণালয় থেকে জৈব সার কারখানা প্রতিষ্ঠার জন্য ৭ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চিনিকলের দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া বীজ উৎপাদন খামারের নিজস্ব ২.৮৩ একর জমির ওপর ২০১২ সালের ডিসেম্বরে সার কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ভারতের টরিও চিম টেকনো লিগাল সার্ভিস প্রাঃ লিমিটেডের কারিগরি সহায়তায় মেশিনারিজ স্থাপন শেষে ২০১৩ সালের মে মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
সার কারখানার প্ল্যান্ট ম্যানেজার জাকির হোসেন জানান, শুরুতে বছরে ৯ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্য থাকলেও জমি স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। তবে এরপর থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়ছে। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি এই সার এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে বাণিজ্যিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয় এবং ২০১৫ সালের ১৭ এপ্রিল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরুর দিকে মুনাফা কম হলেও গত কয়েক বছরে সদর দপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করায় মুনাফা অর্জনও সন্তোষজনক। ২০২৩-২৪ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২০০ মেট্রিক টন, যা অতিক্রম করে ১ হাজার ৬২০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়। এর মধ্যে ১ হাজার ১৮৮ মেট্রিক টন সার বাজারজাত করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ২০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও উৎপাদন হয়েছে ১ হাজার ৬৩০ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৩০ মেট্রিক টন বেশি। ফলে এই অর্থবছরে মুনাফার অংক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গত অর্থবছরে জৈব সার বাজারজাত করা হয়েছে ২ হাজার ১৯ দশমিক ৭৫ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ হাজার ৪০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যা অতিক্রম হবে বলে আশাবাদী প্ল্যান্ট ম্যানেজার জাকির হোসেন।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, এই সার তৈরিতে কাঁচামাল হিসেবে চিনি কারখানার উপজাত 'প্রেসমাড' এবং ডিস্টিলারি কারখানার বর্জ্য পদার্থ 'প্ল্যান্টওয়াস' ব্যবহার করা হচ্ছে। প্রতি বছর ১৮ হাজার মেট্রিক টন প্রেসমাড ও ৪০ হাজার মেট্রিক টন প্ল্যান্টওয়াস ব্যবহার করা হয়ে থাকে। কেরুজ চিনিকল থেকেই প্রায় ২ হাজার মেট্রিক টন প্রেসমাড পাওয়া যায়, বাকিটা দেশের অন্যান্য চিনি কারখানা থেকে সংগ্রহ করতে হয়। এই দুটি বর্জ্য পদার্থ সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করে 'অ্যারোবিক কম্পোস্টিং' পদ্ধতিতে পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন করা হচ্ছে। ইতিপূর্বে এই বর্জ্য পরিবেশ দূষণের কারণে মাথাভাঙ্গা নদীতে ফেলে দেওয়া হতো। এ সার রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করে চাষিরা লাভবান হচ্ছেন, ফলে এর ব্যাপক সাড়া মিলেছে। এতে রাসায়নিক সারের ব্যবহার কমছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
কেরুজে উৎপাদিত এই জৈব সার নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন, রাসায়নিক সার ব্যবহারের কারণে জমির উর্বরতা হ্রাস পায়, ফলে প্রতি বছরই একই জমিতে এর ব্যবহার বাড়াতে হয়। কেরুজ উৎপাদিত জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা ও উৎপাদন বৃদ্ধি পায় এবং মাটির বিষাক্ততা দূর হয়। সর্বোপরি, জৈব সার ফসলের গুণগত মান বৃদ্ধি করে। ৫০ কেজির এই সারের প্যাকেটিং এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। এলাকার লাইসেন্সপ্রাপ্ত সার বিক্রেতাদের মাধ্যমেই কৃষকরা কেরুজ উৎপাদিত জৈব সার সংগ্রহ করতে পারবেন। সুধীজনরা মন্তব্য করেছেন, কারখানাটি পরিপূর্ণভাবে চালু হওয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হয়েছে, অন্যদিকে কেরুজ চিনিকলের স্পেন্টওয়াসের কারণে মাথাভাঙ্গা নদীর পানিও আর দূষিত হচ্ছে না।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
