ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হজ্জ-ওমরাহ মেলা ২০২৫: নূর ও এন-জেড স্টলে দর্শনার্থীর ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ২:৩০

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের ‘হজ ও ওমরাহ মেলা ২০২৫’। ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হজ্জের গুরুত্ব উপলব্ধি এবং মুসলিমদেরকে হজ্জ ট্যুরিজম সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে, যা ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এবারের মেলায় দেশের নামকরা ও নির্ভরযোগ্য সব হজ্জ এজেন্সি এবং ট্রাভেলস-ট্যুরস প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে “নূর হজ্জ ট্রাভেলস-ট্যুরস” এবং “এন-জেড ফাউন্ডেশন হজ্জ মিশন” নামের দুটি প্রতিষ্ঠান। অত্যাধুনিক সেবা পদ্ধতির জন্য পরিচিত এন-জেড ফাউন্ডেশন হজ্জ মিশন চমকপ্রদ প্যাকেজ অফার নিয়ে মেলায় এসেছে। ২০১২ সাল থেকে হাজীদের আস্থা অর্জনকারী এই প্রতিষ্ঠানটি সব ধরনের হাজীদের জন্য উপযোগী প্যাকেজ সেবা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটির সিওও মো. সোলায়মান জানান, তারা প্রতি মাসে নিয়মিত ওমরাহ হজ্জের জন্য সৌদি আরব যান এবং সফরে আলেম-ওলামার সমন্বয়ে গাইড ও মোয়াল্লেম নির্বাচন করেন, যা হাজীদের জন্য সার্বক্ষণিক নির্দেশনা নিশ্চিত করে। তিনি বলেন, “ওমরাহ প্যাকেজ যেমন- গোল্ড, সিলভার ও স্ট্যান্ডার্ড এবং মূল হজ্জ প্যাকেজ- ভিআইপি, মারজান, সিলভারসহ অন্যান্য স্ট্যান্ডার্ড প্যাকেজ এবার অফার করছি। আমরা হাজীদের যে প্রতিশ্রুতি দেই, সেটাই অনুসরণ করি। স্বল্প মুনাফা করে সেবার মানসিকতায় কাজ করছে এন-জেড ফাউন্ডেশন হজ্জ মিশন, আল্লাহর সন্তুষ্টি লাভই এখানে মুখ্য।”

অন্যদিকে, দেশের স্বনামধন্য ও বিশ্বস্ত নূর হজ্জ ট্রাভেলস-ট্যুরস আকর্ষণীয় অফার এবং ছাড় নিয়ে এবারের মেলায় এসেছে। ২০১২ সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি হজ্জ এবং ওমরাহ-এর সব ধরনের প্যাকেজ সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির অধিকাংশ প্যাকেজে মক্কা ও মদীনার হোটেলগুলো কাবাঘর এবং মসজিদে নববীর কাছে অবস্থিত, যা তিন তারকা থেকে পাঁচ তারকা মানের আবাসন ব্যবস্থা। স্বত্বাধিকারী মাওলানা নূর আহমদ বলেন, “সারা বছর ধরেই আমরা ওমরাহ হজ্জের মাসিক সফরের ব্যবস্থা করি এবং হাজীদের জন্য স্বল্প মূল্যে সেরা প্যাকেজ অফার করছি। মেলাতে হজ্জ রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই হজ্জ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি, হজ্জ অফারে বুকিং দিলেই প্রথম ত্রিশ জনের রেজিস্ট্রেশন চার্জ একদম ফ্রি। আমাদের কাফেলার হাজীগণ সেবায় সন্তুষ্ট হয়ে তাদের পরিবার-পরিজন এবং স্বজনদের রেফারেন্স দিয়ে থাকেন। এতে আমাদের ব্যবসার পরিধি ও সুনাম উভয়ই বাড়ে। আমি সহ কয়েকজন আলেম প্রতি সফরেই দক্ষ গাইড এবং মোয়াল্লেম হিসেবে সম্মানিত হাজীদের সঙ্গী হিসেবে সৌদি আরবে যাতায়াত করি। এর ফলে হজ্জ সফরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা বা মাসআলা সংক্রান্ত জটিলতার সমাধান সহজ হয়। আমরা হাজীদের দেওয়া প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর।” তিনি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ পেশ করে বলেন, “বিমান টিকিট সিন্ডিকেট নির্মূল করলে হাজীদের জন্য প্যাকেজ এবং আবাসনে দারুণ সাশ্রয় হবে।”

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার মেলার উদ্দেশ্য সম্পর্কে বলেন, “এই মেলার মাধ্যমে গ্রাহকরা এক ছাদের নিচে বিভিন্ন প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ্জ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন।”

এমএসএম / এমএসএম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা