ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সরকারি সহায়তার টিন নাই অন্ধ খুকির ভাগ্যে


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:২৬

নেত্রকোণার মোহনগঞ্জে অন্ধ খুকি (২৬) জন্মের পর দুনিয়ার আলো বাতাস রং দেখতে পেতেন। কিন্তু মাত্র তিন-থেকে চার মাস বয়সে টায়পয়েড বা হাম নামের এক অজানা রোগে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। সেই অন্ধত্বই হয়ে ওঠে খুশির সারাজীবনের সঙ্গী।

অনিশ্চিত ভবিষ্যৎ মধ্যও অন্ধ জেনেও খুকিকে  উপজেলার গাড়াউন্দ গ্রামের মোঃ কুদ্দুছ মিয়ার ছেলে মোঃ কামাল মিয়ার সাথে দশ বছর আগে বিয়ে দেওযা হয়। 

এদিকে বিয়ের পর থেকে খুকির স্বামীর হাতে হাত রেখে চলছিল তাদের সংসার। খুকির দুই ছেলে এক মেয়ে। তিন থেকে চার বছর আগে স্বামী মোঃ কামাল মিয়া তার স্ত্রী খুকিকে ফেলে রেখে চলে যায়। এর পর থেকে ঘুরে ঘুরে তিন সন্তানকে নিয়ে ভিক্ষা করতে শুরু করেন। দিনের বেলায় গ্রাম থেকে শহরে ঘুরে ঘুরে ভিক্ষা কুড়নো,সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের রাস্তার মোড়ে সামনে বসে থাকা এটাই খুকির জীবিকার একমাত্র পথ।

অন্ধ খুকি মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৬নং ওর্য়াড সাকরাজ গ্রামের মুতি লালের মেয়ে। 

দিন দিন বয়সের ভারে খুকির শরীর এখন আর আগের মতো চলে না। মায়ের হাত ধরে চলেন খুকি। সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়ে, রাত ৯ টার পর ছোট্ট কাগজের ভাঙ্গা ঘরে ফেরেন খুকি। অন্ধ খুকি রান্না করে খেতে পারেনা। তার মা হাজেরা আক্তার মেয়ে খুকি-সহ খুকির তিন সন্তানদের মুখে খাবার তুলে দেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, একে তো অন্ধ খুকির কাগজের ঘর, তার ওপর আবার স্বামী তাঁকে ফেলে চলে যান। 

খুকির আসল নাম কী, সেটা এমনকি খুকি নিজেও জানেন না, মানুষ স্নেহ করে ডাকতে ডাকতে ‘খুকি’ নামটাই স্থায়ী হয়ে গেছে। তার প্রতি মায়া করে পথচারী সহ কিছু মানুষ নিয়মিত ৫ থেকে ১০ টাকা করে ভিক্ষা দেন। 

খুকি বলেন, কিছুদিন আগে ঘরের টিনের জন্য মোহনগঞ্জ ইউএনও স্যারের কাছে গেছিলাম। তাও টিন পেলাম'না ইউএনও স্যার আমাকে বলেছেন এর আগে নাকি আমাকে টিন দেওয়া হয়েছে। কিন্তু আসলে এর আগে আমাকে কোনো টিন দেওয়া হয়নি। পরে আবার ইউএনও স্যার কইলো পরে দেখা যাবে। একটি ঘর পেলে আবুধোবাইনডি নিয়ে থাকতে পারতাম।

সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষেরা খুকির পাশে দাঁড়ালে, হয়তো বদলে দিতে পারে এই অসহায় অন্ধ খুকি সহ তার তিন সন্তানদের শেষ জীবনের গল্প।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন,আমার কাছে এমন কেউ আবেদন করেননি,করলে অবশ্যই পেত।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত