ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ রাত ১০:১৬

আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভস মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকার ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার কর্মকর্তাদের নিয়ে এই ফোরাম গঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ইয়ামিন (জুলাই ২০২৪-এর শহীদ) এর বাবা মোঃ মহিউদ্দিন। এছাড়া ফোরামের মহাসচিব ও অতিরিক্ত সচিব মহঃ মনিরুজ্জামান এবং সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতিসহ আরও অনেক বিশিষ্টজন সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পদ্মা-গড়াইয়ের তীরে অবস্থিত বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা একটি পিছিয়ে পড়া ও অবহেলিত এলাকা। তিনি আশা প্রকাশ করেন যে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামসহ অন্যান্য সংগঠন সম্মিলিতভাবে এই এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪-এর শহীদ এবং যোদ্ধারা যে উদ্দেশ্যে নিজেদের জীবন ও রক্ত উৎসর্গ করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের শপথ নিতে হবে।

এই অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন, যা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত। ফোরামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা। একইসাথে, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করা এবং সমাজের সঙ্গে কর্মকর্তাদের সেতুবন্ধন তৈরি করা। ফোরাম বিশ্বাস করে যে ঐক্য, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে কর্মকর্তারা জাতীয় পর্যায়ে পেশাগত উৎকর্ষ ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা