ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু থানায় অভিযোগ

রাজধানীর মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় পারুল (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলতি মাসের ৩ তারিখে মৃত ব্যক্তির মেয়ে হিমু বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩,ধারা-৩০৪/ক।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
গত ২০ জুলাই মাজার হাড়ের সমস্যার কারণে কেন্দুয়া বেলাবো নরসিংদী থেকে পারুল নামের ওই রোগী মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু যে কোন কারনে রোগী পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পরে ২ জুলাই সকালে ম্যাক্সএইড হাসপাতলে আসে এবং ওই দিনেই ডাক্তার পুলক কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে অপারেশনের জন্য আনুমানিক বিকাল ৫ টার সময় ওই রোগীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন।কিন্তু সেখানে আরো অন্য রোগী থাকার কারণে অপারেশনের দেরি হয় এবং বেশ কয়েক ঘণ্টা পরে ডাক্তার রোগীর স্বজনদেরকে রক্ত আনতে বলেন। ডাক্তারের কথা মত রক্ত আনার কিছুক্ষণ পরে ডাক্তার বলেন, রোগীকে এখন কিছু টেস্ট করাতে হবে। রোগীর স্বজনরা জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন রোগীর শরীরে পাল্স্ কম।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এলাকার একাধিক ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করলে তারা দৈনিক সকালের সময়'কে বলেন,রোগী হাসপাতালে মারা গিয়েছে সে হাসপাতালের মালিকপক্ষ এখানে এসেছিল। তাদেরকে ১০ লাখ টাকার সমঝোতা প্রস্তাব দিয়ে গেছে এবং এই মঙ্গলবার কমবেশি করে বিষয়টা সমঝোতা করবে।
ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাওয়ার ব্যাপারে জানতে ম্যাক্সএইড হাসপাতালের ডাক্তার পুলক কুমার বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে প্রথম দিন বলেন, মোবাইলে এত কথা বলা যাবে না আগামীকাল সামনে এসে কথা বলেন। ডাক্তার পুলক কুমার বিশ্বাসের কথামতো আজকে তার সাথে যোগাযোগ করলে ব্যস্ততা দেখিয়ে মুঠো ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি রোগীর স্বজনদের সাথে সমঝোতার ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং থানায় অভিযোগের সত্যতা জানতে ম্যাক্সএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়'কে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছি। এমনকি আমরা নরসিংদী বেলাবো রোগীর বাড়িতে গিয়ে কথা বলে এসেছি আগামী মঙ্গলবার বিষয়টা সমাধান হবে।
এমএসএম / এমএসএম

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
