ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু থানায় অভিযোগ

রাজধানীর মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় পারুল (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলতি মাসের ৩ তারিখে মৃত ব্যক্তির মেয়ে হিমু বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩,ধারা-৩০৪/ক।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
গত ২০ জুলাই মাজার হাড়ের সমস্যার কারণে কেন্দুয়া বেলাবো নরসিংদী থেকে পারুল নামের ওই রোগী মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু যে কোন কারনে রোগী পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পরে ২ জুলাই সকালে ম্যাক্সএইড হাসপাতলে আসে এবং ওই দিনেই ডাক্তার পুলক কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে অপারেশনের জন্য আনুমানিক বিকাল ৫ টার সময় ওই রোগীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন।কিন্তু সেখানে আরো অন্য রোগী থাকার কারণে অপারেশনের দেরি হয় এবং বেশ কয়েক ঘণ্টা পরে ডাক্তার রোগীর স্বজনদেরকে রক্ত আনতে বলেন। ডাক্তারের কথা মত রক্ত আনার কিছুক্ষণ পরে ডাক্তার বলেন, রোগীকে এখন কিছু টেস্ট করাতে হবে। রোগীর স্বজনরা জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন রোগীর শরীরে পাল্স্ কম।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এলাকার একাধিক ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করলে তারা দৈনিক সকালের সময়'কে বলেন,রোগী হাসপাতালে মারা গিয়েছে সে হাসপাতালের মালিকপক্ষ এখানে এসেছিল। তাদেরকে ১০ লাখ টাকার সমঝোতা প্রস্তাব দিয়ে গেছে এবং এই মঙ্গলবার কমবেশি করে বিষয়টা সমঝোতা করবে।
ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাওয়ার ব্যাপারে জানতে ম্যাক্সএইড হাসপাতালের ডাক্তার পুলক কুমার বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে প্রথম দিন বলেন, মোবাইলে এত কথা বলা যাবে না আগামীকাল সামনে এসে কথা বলেন। ডাক্তার পুলক কুমার বিশ্বাসের কথামতো আজকে তার সাথে যোগাযোগ করলে ব্যস্ততা দেখিয়ে মুঠো ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি রোগীর স্বজনদের সাথে সমঝোতার ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং থানায় অভিযোগের সত্যতা জানতে ম্যাক্সএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়'কে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছি। এমনকি আমরা নরসিংদী বেলাবো রোগীর বাড়িতে গিয়ে কথা বলে এসেছি আগামী মঙ্গলবার বিষয়টা সমাধান হবে।
এমএসএম / এমএসএম

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ
