ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু থানায় অভিযোগ
রাজধানীর মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসকের অবহেলায় পারুল (৩৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলতি মাসের ৩ তারিখে মৃত ব্যক্তির মেয়ে হিমু বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩,ধারা-৩০৪/ক।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
গত ২০ জুলাই মাজার হাড়ের সমস্যার কারণে কেন্দুয়া বেলাবো নরসিংদী থেকে পারুল নামের ওই রোগী মিটফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু যে কোন কারনে রোগী পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পরে ২ জুলাই সকালে ম্যাক্সএইড হাসপাতলে আসে এবং ওই দিনেই ডাক্তার পুলক কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে অপারেশনের জন্য আনুমানিক বিকাল ৫ টার সময় ওই রোগীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন।কিন্তু সেখানে আরো অন্য রোগী থাকার কারণে অপারেশনের দেরি হয় এবং বেশ কয়েক ঘণ্টা পরে ডাক্তার রোগীর স্বজনদেরকে রক্ত আনতে বলেন। ডাক্তারের কথা মত রক্ত আনার কিছুক্ষণ পরে ডাক্তার বলেন, রোগীকে এখন কিছু টেস্ট করাতে হবে। রোগীর স্বজনরা জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন রোগীর শরীরে পাল্স্ কম।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর এলাকার একাধিক ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করলে তারা দৈনিক সকালের সময়'কে বলেন,রোগী হাসপাতালে মারা গিয়েছে সে হাসপাতালের মালিকপক্ষ এখানে এসেছিল। তাদেরকে ১০ লাখ টাকার সমঝোতা প্রস্তাব দিয়ে গেছে এবং এই মঙ্গলবার কমবেশি করে বিষয়টা সমঝোতা করবে।
ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাওয়ার ব্যাপারে জানতে ম্যাক্সএইড হাসপাতালের ডাক্তার পুলক কুমার বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে প্রথম দিন বলেন, মোবাইলে এত কথা বলা যাবে না আগামীকাল সামনে এসে কথা বলেন। ডাক্তার পুলক কুমার বিশ্বাসের কথামতো আজকে তার সাথে যোগাযোগ করলে ব্যস্ততা দেখিয়ে মুঠো ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি রোগীর স্বজনদের সাথে সমঝোতার ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং থানায় অভিযোগের সত্যতা জানতে ম্যাক্সএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়'কে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা করছি। এমনকি আমরা নরসিংদী বেলাবো রোগীর বাড়িতে গিয়ে কথা বলে এসেছি আগামী মঙ্গলবার বিষয়টা সমাধান হবে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের