নেত্রকোনায় বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহ্ফুজুল হক

নেত্রকোনার মাটি যেমন উর্বর,তেমনি এর রাজনৈতিক ইতিহাসও সমৃদ্ধ। সেই রাজনৈতিক ভুবনে দৃঢ় পদচিহ্ন রেখে এগিয়ে চলা এক নাম অ্যাডভোকেট মাহ্ফুজুল হক। বয়সের ভার পেরোলেও তিনি এখনো অটল,আপোষহীন ও সংগ্রামী। মরহুম মাওলানা মঞ্জুরুল হক (রহ.), উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন তাঁর পিতা। শৈশব থেকেই বাবার নীতিবোধ ও প্রজ্ঞাকে অবলম্বন করে মানুষের কল্যাণে রাজনীতি করার স্বপ্ন বুনেছিলেন তিনি।
১৯৭৮ সালে ছাত্রজীবনে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনীতির অঙ্গনে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় থেকেই শুরু হয় তাঁর সংগ্রামী পথচলা,যা আজও অব্যাহত।
রাজনীতির ঝড়-ঝঞ্ঝায় নিরাপদ আশ্রয় নয়,বরং রাজপথই ছিল তাঁর আসন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে বারবার প্রমাণ করেছেন তিনি ভরসার প্রতীক। প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক,যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের প্রতিটি পদে দায়িত্বশীলতার সাথে রেখেছেন অমলিন দাগ।
আইনজীবী হিসেবেও তিনি সমান সফল। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি প্লিডার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। শত শত নির্যাতিত নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের আলো পৌঁছে দিয়েছেন তাঁদের জীবনে। বিশেষ করে বিগত সতেরো বছরের প্রতিকূল সময়ে কর্মীদের চোখে তিনি হয়ে উঠেছেন এক আশ্রয়স্থল।
শুধু রাজনীতি ও আইন নয়—সমাজসেবায়ও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মসজিদের মোতাওয়াল্লি,রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সক্রিয় সহযোগী,এবং দক্ষিণ বিশিউরা উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন তিনি।
কারাবরণ, মিথ্যা মামলা কিংবা পারিবারিক নির্যাতন—কোনো বাধাই তাঁকে দমাতে পারেনি। প্রতিবার প্রতিকূলতার দেয়াল ভেঙে তিনি উঠে দাঁড়িয়েছেন নতুন শক্তিতে। নেলসন ম্যান্ডেলার সেই চিরন্তন বাণী যেন তাঁর জীবনের প্রতিচ্ছবি—
“ন্যায়ের পথে যারা হাঁটে, তারা একা হলেও জয়ী।”
নেত্রকোনার রাজনীতিতে তিনি কেবল একজন নেতা নন,তিনি এক সংগ্রামী সৈনিক,কর্মীবান্ধব পথপ্রদর্শক ও ন্যায়-অন্যায়ের সীমানায় নির্ভীক কণ্ঠস্বর। তাঁর জীবন ও সংগ্রাম হয়ে থাকবে নেত্রকোনার রাজনৈতিক ইতিহাসের এক অমলিন অধ্যায়।
আসছে আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ার প্রতীক নিয়ে। এ প্রসঙ্গে অ্যাডভোকেট মাহ্ফুজুল হক বলেন নেত্রকোনার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে চলছি। দ্বি-বার্ষিক সম্মেলনে আপনাদের মহামূল্যবান ভোট চেয়ার প্রতীকে দিন। ইনশাআল্লাহ, বিপুল ভোটে জয়ী হয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকব।
এমএসএম / এমএসএম

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
