সোনার চোরাচালান, ঘুষ ও দুর্নীতির অভিযোগ
দায়মুক্তির নামে বিমানকে বেহাল করার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের সোনা চোরাচালানে যুক্ত থাকার বিষয়টি নতুন নয়। এ ধরনের ঘটনায় বারবার কেবিন ক্রু আটক হলেও রহস্যজনকভাবে তাদের দায়মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে বিমানেরই প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিটি দায়মুক্তির জন্য তিনি ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন। এতে বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং পুরো সংস্থাটির অভ্যন্তরে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
চলতি বছরের ৯ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের হাতে স্বর্ণসহ আটক হন কেবিন ক্রু মর্জিনা আক্তার এলিন। কাস্টমসের কাছে লিখিতভাবে তিনি নিজেই স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এরপর কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে বিমানের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর এলিনকে সাময়িক বরখাস্ত করা হলেও, দীর্ঘ তদন্ত শেষে গত ২৭ আগস্ট তাঁকে সম্পূর্ণ নির্দোষ আখ্যা দিয়ে দায়মুক্তি দিয়েছে বিমানের প্রশাসন বিভাগ। কাস্টমস যেখানে আটকের পর স্বয়ং অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছে, সেখানে বিমানের এই তদন্ত রিপোর্ট সম্পূর্ণ সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একইভাবে, চলতি বছরের ১৩ মে রিয়াদ থেকে ফেরার পর কাস্টমসের কাছে তিনটি সোনার চুড়ি নিয়ে ধরা পড়েন কেবিন ক্রু হোসনে আরা। তাঁকে সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হলেও, অভিযোগ উঠেছে যে তদন্তে প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনের বিশেষ তদবিরে তাঁকে ‘নির্দোষ’ বানানোর প্রক্রিয়া চলছে। সর্বশেষ ৪ আগস্ট শাহজালাল বিমানবন্দরে সোনা ও আইফোনসহ আটক হন কেবিন ক্রু রুদাবা। তাঁকে বরখাস্ত করা হলেও, তাঁকেও দায়মুক্তি দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে একাধিক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন।
একাধিক সূত্রের দাবি, আটক ক্রুদের দায়মুক্তি পাইয়ে দেওয়ার মূল হোতা হলেন বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। তাঁর বিরুদ্ধে জনপ্রতি ১৫ থেকে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে মমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করতে মুঠোফোনে বার বার ফোন দেয়া হলেও মমিনুল ইসলামকে পাওয়া যায়নি ।
বিমানের একাধিক কর্মকর্তা জানান, মমিনুল ইসলাম শুরু থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চাকরি হারিয়ে তিনি দীর্ঘদিন বেকার ছিলেন। পরবর্তীতে ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার আশীর্বাদে তিনি আবারও চাকরিতে ফিরে আসেন। তখন অভিযোগ ছিল, ক্যাডেট পাইলট নিয়োগের সময় তিনি ঘুষ বাণিজ্য করেন। জানা যায়, আগামী অক্টোবরেই অবসরে যাচ্ছেন মোহাম্মদ মমিনুল ইসলাম। শেষ মুহূর্তে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং কেবিন ক্রুদের দায়মুক্তির নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে, যা বিমানের সুনাম ও ভাবমূর্তি দুটোই নষ্ট করছে।
এমএসএম / এমএসএম

পবিত্র ঈদে মিলাদুন্নবি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ: প্রফেসর ড. কুদরত এ খোদা

রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দায়মুক্তির নামে বিমানকে বেহাল করার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

সেক্টরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা বিবেচনায় ঝুঁকিপূর্ণ তার নিয়ে ১২ নং সেক্টরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার তথ্য সেবাকেন্দ্র চালু করলো ছাত্রদল

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রোডম্যপের আগে নির্বাচনী রোডম্যপ জুলাই যোদ্ধাদের সাথে তামাশার শামিল- আনোয়ার হোসেন

ডেমরায় জমি দখলের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

শ্রমিক দল নেতা পিন্টুর কাটাসুর হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার

গেন্ডারিয়ার ডিআইটি পুকুর পাড় এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

৭২ এর স্বৈরাচারী সংবিধান বাতিল, সংস্কার, বিচার তারপর নির্বাচন-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের পাথর লুট করে : হাইকোর্টে প্রতিবেদন
