ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মোহনগঞ্জে বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:১৮

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলী হওয়া দুইজন চিকিৎসক সাড়ে ছয় মাস ধরে ডাক্তারদের পদ্মা বাসভবন ডক্টরস ডরমেটরী নিজেদের দখলে রেখেছেন।

 শুধু তাই নয়, তারা বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধও করছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম এ ঘটনায় রোববার ডাঃ সঞ্জীব দত্ত ও ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদারকে বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য লিখিতভাবে নোটিশ করেছেন।

 বর্তমানে ডাঃ সঞ্জীব দত্ত ধর্মপাশা এবং ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ সঞ্জীব দত্ত চলতি বছরের ২৩ ফেব্রæয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন।

 তিনি বদলী হলেও ডক্টরস ডরমেটরী এখনও তার দখলে রয়েছে। তিনি বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮ হাজার টাকা পরিশোধ করছেন না। একইভাবে ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন। তিনিও সরকারি বাসভবন এখনও তার দখলে রেখেছেন। এ চিকিৎসকও বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮০ হাজার টাকা পরিশোধ করছেন না। 

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম রোববার (৩১আগস্ট) ওই দুইজন চিকিৎসকে ৩দিনের মধ্যে বাসা ভাড়া ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার জন্য চিঠি ইস্যু করেছেন। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাঃ সঞ্জীব দত্ত বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলেই আমি কোয়ার্টারে আছি। বকেয়ার বিষয়ে কথা বললে তিনি কোন উত্তর দেননি। অপর চিকিৎসক ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদারকে মোবাইল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

এ প্রসঙ্গে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম জানান, সরকারি বকেয়া ও বিদ্যুৎ বিল দ্রæত পরিশোধসহ ডক্টরস ভবন ছাড়তে ওই দুই চিকিৎসককে নোটিশ করেছি। দ্রত বিষয়টি সুরাহা করবেন বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা

ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান

নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২

নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড

নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ

বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন