ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সেই কৃষি শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়। এর আগে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষক আনোয়ার হোসেনকে অপসারণ ও বিচারের দাবিতে লিখিত অভিযোগসহ ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
জানাগেছে,উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন অভিযোগ উঠে। এর জের ধরে রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে। এরই মধ্যে উত্তেজনা ব্যপক আকার ধারন করলে খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি),রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত),জেলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এর পর বিদ্যালয়ের এ্যাডহক কমিটি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।পরে শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন,রোববার ৮-১০শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে প্রাথমিকভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় বিধি মোতাবেক সোমবার দুপুরে এ্যাডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক আনোয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এছাড়া ঘটনার আরো সুষ্ঠু তদন্তের জন্য ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শিক্ষক আনোয়ার হোসেনের শ্যালোক দেলোয়ার হোসেন বলেন,এঘটনায় তার ভগ্নিপতি মানসিকভাবে খুবই বির্পযস্ত। মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হলো। তবে বরখাস্তের চিঠি হাতে পেলে পারিবারিকভাবে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন,কৃষি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষক এবং এ্যাডহক কমিটিকে বলা হয়েছিল। সে মোতাবেক সোমবার দুপুরে তারা ব্যবস্থা নিয়েছেন।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
