রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫কিলোমিটার সড়কের ৩কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষাথী ও শিক্ষকরা এই মানববন্ধন করেন। এদিন সকালে উপজেলার মিরাট ইউনিয়নবাসীর আয়োজনে এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় জামালগঞ্জ-শৈলগাছী সড়কের বিল মুনসুর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করেন,মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ,মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন,নাট্য ও সাংস্কৃতিক কর্মী টিপু সুলতানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন,রাণীনগর উপজেলার সীমান্তবর্তি এলাকা জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই কিলোমিটার পাকা আবার কিছু অংশ ইট বিছানো রয়েছে। এরই মধ্যে পাকা অংশের কার্পেটিং ওঠে গিয়ে চলাচলে অযোগ্য হয়ে পরেছে। এছাড়া অবশিষ্ট ৩কিলোমিটার সড়ক এখনো পাকাকরণ করা হয়নি। ফলে শুষ্ক মৌসুমে চলাচলা করা গেলেও বর্ষা মৌসুমে এই সড়ক পানি ও কাঁদায় একাকার হয়ে যায়। এতে যুগের পর যুগ ধরে এই সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বক্তারা আরো বলেন,প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে নওগাঁ, রাণীনগর উপজেলা, রাজশাহী, বাগমারাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। দূরবর্তি বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা এই মেঠো সড়ক দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে মেঠো সড়কে চরম দুর্ভোগের কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা চলাচল করতে পারেন না। মাত্র তিন কিলোমিটার সড়কের বিকল্প হিসেবে ৩০কিলোমিটার দুর দিয়ে ঘুরে যেতে হয়। জরুরী রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্য বরণ করতে হচ্ছে। তাই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানান তারা।
রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন,ইতি মধ্যে পাকা দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়েছে। দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। এছাড়া অবশিষ্ট কাঁচা তিন কিলোমিটার সড়ক পাকা করনের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। আসা করছি সকল প্রক্রিয়া শেষে দ্রুতই কাঁচা অংশ পাকাকরনের কাজ শুরু হবে।
এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু
