ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:৪০

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫কিলোমিটার সড়কের ৩কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষাথী ও শিক্ষকরা এই মানববন্ধন করেন। এদিন সকালে উপজেলার মিরাট ইউনিয়নবাসীর আয়োজনে এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় জামালগঞ্জ-শৈলগাছী সড়কের বিল মুনসুর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করেন,মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ,মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন,নাট্য ও সাংস্কৃতিক কর্মী টিপু সুলতানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন,রাণীনগর উপজেলার সীমান্তবর্তি এলাকা জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই কিলোমিটার পাকা আবার কিছু অংশ ইট বিছানো রয়েছে। এরই মধ্যে পাকা অংশের কার্পেটিং ওঠে গিয়ে চলাচলে অযোগ্য হয়ে পরেছে। এছাড়া অবশিষ্ট ৩কিলোমিটার সড়ক এখনো পাকাকরণ করা হয়নি। ফলে শুষ্ক মৌসুমে চলাচলা করা গেলেও বর্ষা মৌসুমে এই সড়ক পানি ও কাঁদায় একাকার হয়ে যায়। এতে যুগের পর যুগ ধরে এই সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বক্তারা আরো বলেন,প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে নওগাঁ, রাণীনগর উপজেলা, রাজশাহী, বাগমারাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। দূরবর্তি বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা এই মেঠো সড়ক দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে মেঠো সড়কে চরম দুর্ভোগের কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা চলাচল করতে পারেন না। মাত্র তিন কিলোমিটার সড়কের বিকল্প হিসেবে ৩০কিলোমিটার দুর দিয়ে ঘুরে যেতে হয়। জরুরী রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্য বরণ করতে হচ্ছে। তাই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানান তারা।
রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন,ইতি মধ্যে পাকা দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়েছে। দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। এছাড়া অবশিষ্ট কাঁচা তিন কিলোমিটার সড়ক পাকা করনের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। আসা করছি সকল প্রক্রিয়া শেষে দ্রুতই কাঁচা অংশ পাকাকরনের কাজ শুরু হবে। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০