ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ৪-৯-২০২৫ রাত ৯:৫৩

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তামাক একটি প্রাণঘাতী দ্রব্য এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি শুধু ধূমপায়ীকেই নয়, পরোক্ষ ও প্রত্যক্ষ ধূমপায়ী হিসেবে তার আশেপাশের মানুষদেরও ক্ষতির শিকার করে। বিবিএসের তথ্যমতে, তামাকের আগ্রাসনে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। এই ভয়াবহ বাস্তবতার কারণে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সমবেত হওয়া তরুণ-তরুণী, নারী ও শিশুদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা জরুরি।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী কর্তৃক আয়োজিত ‘তরুণ-তরুণী, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

উপদেষ্টা আরও বলেন, তরুণ-তরুণী, নারী ও শিশুরাই আগামীর কাণ্ডারি, আর নারীরাই হলো সেই কাণ্ডারি গড়ার কারিগর। তাদের সুস্থ রাখার অন্যতম শর্ত হলো তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখা। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তিনি অবিলম্বে প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করার জোর দাবি জানান। তিনি বলেন, তামাকের আগ্রাসনে প্রতিদিন ৪৪২ জনের প্রাণ যাচ্ছে, যা একটি মহামারীর মতো। একটা রাষ্ট্র এতটা উদাসীন হতে পারে না। তাই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস নিয়ে সরকারের মধ্যে যে দ্বিমত আছে, তা খন্ডন করতে হবে।

সেমিনারে জানানো হয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল এফসিটিসি-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করতে স্বাস্থ্যসেবা বিভাগ বেশ কিছু সংশোধনী প্রস্তাব করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো হলো—পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা স্মোকিং জোন নিষিদ্ধ করা, সকল ধরনের তামাকজাত পণ্যের প্রদর্শন ও বিজ্ঞাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ-তরুণীদের রক্ষা করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা এবং তামাকজাত দ্রব্যের মোড়কের সচিত্র সতর্কবার্তা শতকরা ৯০ ভাগ বৃদ্ধি করা।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো পাস হলে বাংলাদেশে তামাক ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এটি বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং জনস্বাস্থ্যে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

এমএসএম / এমএসএম

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে

ছাত্রলীগের হামলায় ব্যবসায়ী বাবুল গুরুতর আহত, থানায় মামলা

তেজগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের প্রতিবাদ

সরকার কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বিতর্ক বরদাশত করা হবে না

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ পথসভা অনুষ্ঠিত

চাঁদা না দেওয়ায় ভাঙচুর ভাইরাল মিজানের হোটেলে

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তেজগাঁওয়ে ডিম ও কলা ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছেলের জন্মদিনে বাবা কাজী জাকির হোসেনের আবেগঘন শুভেচ্ছা

বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ: বিএনপি নেতা আফাজ উদ্দিন

গেন্ডারিয়া থানার বিএনপি'র আহবায়ক কমিটির নবগঠিত সংবর্ধনা অনুষ্ঠান

মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় পল্লবী থানা ছাত্রদল আহবায়ককে কুপিয়ে জখম

জাতির সেবায় সদাপ্রস্তুত ৬০ লক্ষ আনসার-ভিডিপি: কুমিল্লায় মহাপরিচালক