জাতীয় নির্বাচন অর্থবহ করতে পিআর পদ্ধতির বিকল্প নেই: জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল
জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, মার্কা দেখে নয়, জনগণ এবার দলীয় কর্মকাণ্ড মূল্যায়ন করে ভোট দেবে। যারা ৫ আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে খুন, গুম, লুটপাট, সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করেছে, তারাই এখন ভয়ে পিআর পদ্ধতি মেনে নিতে পারছে না। কারণ তারা জানে, এই পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল করা যাবে না, ভোট চুরি বা অস্ত্রের মহড়া দেওয়া যাবে না। তিনি বলেন, জাতি যাদের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছে, সেই তরুণ ছাত্র সমাজ দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবে এবং প্রতিটি ভোটের হিস্যা বুঝে নেবে। এক ভোটের ব্যবধানে লাখ লাখ ভোট নষ্ট হয়ে যাওয়ার পদ্ধতি বাতিল করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৪ সংসদীয় আসনের কদমতলী এলাকায় বেকারত্ব দূরীকরণে কর্মহীনদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের ফলে ঢাকা-৪ সংসদীয় এলাকা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই এলাকার উন্নয়নের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা ক্ষমতাসীনরা আত্মসাৎ করেছে। আগামীতে জামায়াতে ইসলামী সুযোগ পেলে রাষ্ট্রীয় ব্যয়ের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে তুলে ধরবে এবং দেশ উন্নয়নের দিক থেকে ২৫ বছর এগিয়ে যাবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস বা চাঁদাবাজি নেই। তাদের রাজনীতি মানুষের ভাগ্যোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায়। জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপক সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
যুব সমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির কথা উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত একটি প্রশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে যুব সমাজকে নৈতিক ও আদর্শিক প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আরেকটি রাজনৈতিক দল যুব সমাজের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, যারা নিজেদের দলীয় কর্মীকে হত্যা করে, তারা জাতির জন্য নিরাপদ নয়। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব মুখে নীতিবাক্য বললেও তাদের হাতে দেশ নিরাপদ নয়। তিনি দেশবাসীকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুখী-সমৃদ্ধ মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ঢাকা-৪ সংসদীয় এলাকা ঢাকা সিটির মধ্যে সবচেয়ে অবহেলিত। তিনি এই এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে আধুনিক ঢাকার প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
কদমতলী পশ্চিম থানা আমীর মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা যাকীর হোসাইন ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর কামরুল হাসান প্রমুখ। সভা শেষে, কর্মহীন পাঁচজনের মধ্যে চারজনকে রিকশা এবং একজনকে ভ্যান উপহার দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের