ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

হিন্দু সংখ্যালঘু বলে বক্তব্য দেওয়ায় জনতার ক্ষোভ বিএনপি নেতা উপর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২৫ রাত ১০:২৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি অনুষ্ঠানে বিরোধী প্রার্থীদের পরিবার এবং হিন্দু প্রার্থীকে সংখ্যালঘু বলে বিদ্রুপমুলক বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ভিপি আনোয়ার এ ধরনের বির্তকিত বক্তব্য রাখছেন। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যপক সমালোচনার ঝড় বইছে। ভিপি আনোয়ারের মতো নেতা এ ধরনের বক্তব্য রাখায় অনেকে হতাশ হয়েছে, কেউ কেউ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। জানা গেছে, গত (৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বিএনপির একটি অংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। জাতীয় নির্বাচনে শেরপুর-২ তথা নালিতাবাড়ী উপজেলায় ৪ জন নেতা বিএনপির হয়ে নির্বাচন করতে চান। আসনের অন্য নেতারাও আলাদা আলাদা প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। এই আসনে সাবেক হুইপ জাহিদুল হত চৌধুরীর ছেলে এমপি মনোনয়ন প্রত্যাশী ফাহিম চৌধুরী আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আনোয়ার হোসেন (ভিপি) অন্য মনোনয়ন প্রত্যাশীদের কটুক্তি করে কথা বলতে শোনা গেছে। তার দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপে বলতে শোনা যায়, “নকলা-নালিতাবাড়ীতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর পরিবার হচ্ছে একটি হিন্দু পরিবার। উনাকে মনোনয়ন দিলে জনগণ তাকে ভোট দিবে না। কারণ একটা সংখ্যালঘু মানুষকে জনগণ ভোট দিবে না।” একই বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সদস্য সুফিয়ান মোহাম্মাদ ফয়জুর রহমানকে নিয়েও কথা বলেছেন ভিপি আনোয়ার। সেখানে তিনি বলেন. “তার রাজনীতি মাত্র শুরু হয়েছে, তার আরো সময় আছে তবুও আবু সুফিয়ানও মনোনয়ন চাচ্ছে। সুফিয়ানের পরিবার কিন্তু রাজনৈতিক ভাবে ততটা গ্রহণযোগ্য পরিবার না।” এ বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দুলাল চৌধুরীর সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া জানায়। ভিপি আনোয়ারের এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে গত ৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে পক্ষটি। সম্মেলনে তারা ভিপি আনোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পরদিন ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নালিতাবাড়ী বাজারে দুলাল চৌধুরীর সমর্থক নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষ নেতারা জানায়, দ্রত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠিন প্রতিবাদ গড়ে তোলা হবে। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, দুলাল চৌধুরী ২০১২ সাল থেকে নকলা-নালিতাবাড়ী নেতা-কর্মীদের পাশে আছে। দলের দু:সময়ে বহু নেতাদের তার অর্থে হাইকোর্ট থেকে জামিন করিয়েছে। দলে দু:সমেয় তার অর্থে আমরা দলীয় প্রোগ্রাম করেছি। দুলাল চৌধুরীর অর্থে রাজনীতি করে নাই এমন নেতা খুঁজে পাওয়া কঠিন। একটি মহল দুলাল চৌধুরীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এমন কটুক্তিমূলক অপপ্রচার চালাচ্ছে,  যা আমরা কখনোই মেনে নিবোনা। ভিপি আনোয়ার এমন বক্তব্য দিয়ে হিন্দু-মুসলিমদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে শেরপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমি বিষয়টি আপনার কাছে মাত্র জানলাম। এ ধরণের কোন কথা বলে থাকলে অবশ্যই আমরা শৃংখলা বিরোধী কাজের জন্য জবাবদিহি চাইবো। আমি আগে ভিডিওটি দেখি তারপর আরো বিস্তারিত বলবো, বলে তিনি।  একই বিষয়ে শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মনুনুর রশিদ পলাশ বলেন, ভিপি আনোয়ার এধরনের বক্তব্য রাখতে পারে না। হিন্দু মুসলিম ইস্যূ বিএনপিতে তোলার সুযোগ নাই। আনোয়ার ব্যক্তিগতভাবে ক্ষমা ছেয়েছে, তারপরও আমরা তাকে শোকজ নোটিশ করবো। বিষয়টি পক্রিয়াধীন আছে। নিজের দেওয়ার বক্তব্যের বিষয়ে ভিপি আনোয়ার বলেন, আমি দলীয় মনোনয়নের গুরুত্ব বুঝাতে এমন কথা বলেছি। কাউকে ছোট করার জন্য বক্তব্য দেইনি। তারপরও সংখ্যালঘু শব্দটি আমার উচ্চারণ করা ঠিক হয়নি।

এমএসএম / এমএসএম

নিটোরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

গণ-অভ্যুত্থানের পরেও অটল: নিষিদ্ধ দলের নেত্রী নাজিবা নাহিদ খানের ঔদ্ধত্য ও রহস্যময় দাপট

হিন্দু সংখ্যালঘু বলে বক্তব্য দেওয়ায় জনতার ক্ষোভ বিএনপি নেতা উপর

দুদকের জালে এম এ কাশেম, দ্রুত প্রতিবেদন দাখিল করছে তদন্ত টিম

পুলিশের তালিকাভুক্ত আসামিকে ধরতে গিয়ে আহত ডিবি পুলিশ

উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

বিএমইউ’র তৃতীয় শ্রেণীর কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠিত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমে বিএনপির মাসব্যাপী কর্মসূচি

পশ্চিম রাজাবাজারে মশক নিধন কার্যক্রমে সাইফুল আলম নীরব

জাতীয় নির্বাচন অর্থবহ করতে পিআর পদ্ধতির বিকল্প নেই: জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

মশক নিধন কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, প্রধান অতিথি সাইফুল আলম নীরব

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে