শান্তিগঞ্জে আ’লীগের কমিটি নিয়ে সরব সোশ্যাল মিডিয়া

সুনামগঞ্জ জেলার একটা গুরুত্বপূর্ণ উপজেলা শান্তিগঞ্জ। বিশেষ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির নিজ আসন হওয়ার এর কদর একটু বেশি। পুরো জেলার মানুষই এই উপজেলার রাজনীতি, উন্নতির দিকে চেয়ে থাকেন৷ বহু বছর পেরিয়ে গেলেও কমিটি হয়নি উপজেলা আ’লীগের। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর সকল প্রস্ততি সম্পন্ন হলেও হয়নি উপজেলা আ’লীগের সম্মেলন। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় প্রাণচাঞ্চল্যো নেই নেতাকর্মীদের মাঝে৷ তবে ইতোমধ্যেই হঠাৎ করেই নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন নেতাকর্মীরা। পরিকল্পনামন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং রাজনীতির প্রাণচাঞ্চল্য আনতে নতুন নেতৃত্বের দাবি সর্বমহলে।
বেশ কিছুদিন যাবৎ উপজেলা আ‘লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কমিটি নিয়ে তুলকালাম চালিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারা গুরুত্বপূর্ণ এই উপজেলায় আ’লীগের সভাপতি হিসেবে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে চাচ্ছেন। ইতোমধ্যেই তাকে সভাপতি চেয়ে ফেসবুক সরগরম। হাজার হাজার স্ট্যাটাস দিচ্ছেন। এছাড়াও উপজেলাজুড়ে বিলবোর্ড দিয়ে সমর্থন জানাচ্ছেন সমর্থকরা।
হাসনাত হোসেনকে সভাপতি করতে মিটিং-মিছিল করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই মুহূর্ত আ’লীগের হাল ধরেছেন হাসনাত হোসেন। মন্ত্রীর নির্দেশে প্রতিটি এলাকায় মানুষের কল্যাণে বিচরণ করছেন তিনি। নেতাকর্মীদের সুখ-দুঃখে রয়েছেন পাশে। যে কোনো অনুষ্ঠানে হাসনাত হোসেনের উপস্থিতি সর্বাঙ্গে। তাই এমন যোগ্য নেতৃত্বকেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি চান সর্বস্তরের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন তার ফেসবুক আইডিতে হাসনাত হোসেনের বিভিন্ন গুণাবলী তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, সবার পরিচিত মুখ, সজ্জন ব্যক্তির হাতেই তুলে দেয়া হোক উপজেলা আ’লীগের দায়িত্ব।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির এক নেতা বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় প্রাণচাঞ্চল্য নেই নেতাকর্মীদের মাঝে। যে কোনো প্রয়োজনে আমরা হাসনাত ভাইকে পাশে চাই। আমরা এই তরুণ নেতৃত্বকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে চাই।
তৃণমূল পর্যায়ের অনেকের সাথে কথা হলে তারা জানান, দ্রুত আমাদের কমিটি করে দেয়া হোক। পরিকল্পনামন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব চাই আমরা। সব সময় আমরা যাকে কাছে পাই তাকেই উপজেলা আ‘লীগের দায়িত্ব দেয়া হোক।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাসনাত ভাইকেই সভাপতি হিসেবে চাই। উনি সভাপতি হলে দলীয় কার্যক্রম বৃদ্ধি পাবে। উপজেলায় আ’লীগের অবস্থান শক্ত হবে।
মুঠোফোনে কথা হলে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক হাসেন বলেন, শান্তিগঞ্জ পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়ের জন্মস্থান। মন্ত্রী মহোদয়ের রাজনীতিতে আগমনে এ এলাকা এখন রাজনীতির উর্বর ভূমি। মন্ত্রী মহোদয়কে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত এবং নেতাকর্মীরা উজ্জীবিত। যারা আমাকে সমর্থন করে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তাদের প্রতি আমার সম্মান ও ভালোবাসা। কিন্তু মন্ত্রী মহোদয় যাদের যোগ্য মনে করবেন তাদের দিয়েই একটি উপযুক্ত কমিটি গঠন করতে হবে।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
