উচ্চ আদালত থেকে জামিন নিতে দাগী অপরাধীরা এখন ঢাকায়
ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দেশের বিভিন্ন এলাকার চাঁদাবাজি, হত্যা খুনের আসামিরা রাজধানীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে এসব দাগী অপরাধীরা প্রভাবশালীদের শেল্টারে উচ্চ আদালত হতে জামিন নিতেই প্রকাশ্যে আসছেন। এমন তথ্য মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ অকপটে স্বীকার করছেন। ভুক্তভোগিরা জানান, দখল-চাঁদাবাজি নিয়ে বিভিন্ন এলাকায় একের পর খুন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটছে। চাঁদা না দিলেই নির্মমভাবে পিটিয়ে আহত ও ছুরিকাঘাত কিংবা গুলি করতে দ্বিধাবোধ করছে না সন্ত্রাসীরা। তাদের হাত থেকে ব্যবসায়ীসহ কেউ রক্ষা পাচ্ছেন না। এসব অপরাধীদের মধ্যে অনেকের রাজনৈতিক দলের পদ-পদবি থাকায় পুলিশ গ্রেফতার করছে না বলে ভুক্তভোগিরা অভিযোগ করছেন। শুধু তাই নয়, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এতে বিচারপ্রার্থীদের দিন কাটছে আতঙ্কে। ভুক্তভোগীরা অপরাধীদের বিরুদ্ধে মুখ খোলা-ত দূরের কথা, থানা-পুলিশের কাছেও অভিযোগ দিতে পারছেন না। শুধু তাই নয়, থানায় গিয়ে পুলিশের সামনেই একজন মামলার বাদিকে হত্যার হুমকি দিয়েছেন। গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ায় সুযোগে অপরাধীরা অপরাধের ঘটনা ঘটিয়ে আসছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালী প্রবাসিকে দশ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যা চেষ্টা চালানো হয়েছে। জানা গেছে, গত ১৮ আগস্ট দুপুরে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে এ মামলা করেন মাসুম শেখের স্ত্রী ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার। কিন্তু মামলার প্রধান আসামি চুন্নু প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বালিয়াকান্দি চৌরাস্তায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তিনি। ওই সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানা পুলিশ দায়িত্বে থাকলেও প্রধান আসামিকে প্রকাশ্যে দেখতে পেয়ে হতবাক হয়েছেন মামলার বাদিসহ স্থানীয়রা। এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানে বক্তব্য রাখেন মামলার বাদী পলি আক্তার, প্রবাসী মাসুম শেখ ও স্থানীয় নেতারা। তারা বলছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে রাজনৈতিক সভা-সমাবেশ করছে, এমনকি থানার পাশেই সমাবেশে বক্তব্য দিচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেফতারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ও তার ছেলে সহ ৮জনের বিরুদ্ধে ইতালী প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) কে দশ লাখ টাকা চাঁদার দাবিতে মারধর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ আগস্ট দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার। উক্ত মামলায় আসামি করা হয়েছে, বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আ. রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম ওরফে চুন্নু। আর চুন্নুর ছেলে খন্দকার শফিউল আজম ওরফে শবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান ওরফে বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মো. নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান, রায়পুর গ্রামের নারায়ণ দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।
মামলার অভিযোগে বলা হয়েছে, মো. মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যান। আর তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরীকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম ওরফে চুন্নুর ছেলে খোন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। পরে বালিয়াকান্দি থেকে তিনি বদলী হয়ে ফরিদপুরে চলে যান। একপর্যায়ে বাধ্য হয়ে উক্ত মামলাটি প্রত্যাহার করেন। এরপর এসব বিষয় নিয়ে বালিয়াকান্দি থানায় জিডিও করা হয়। ভুক্তভোগি জানান, তার স্বামী মাসুম শেখ ইতালী থেকে দেশে আসার পর গত ১৫ আগস্ট বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে তার বাবার জিয়ারত করে বাড়িতে যাচ্ছিলেন। এসময় রাস্তায় সন্ত্রাসী চুন্নু ও তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে তার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করেন। উক্ত দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মাসুমের উপর এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তার স্ত্রী বাদি হয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলা দায়ের পরের দিন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে চুন্নু সহ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ইতালী প্রবাসী মাসুম শেখ, জিএম মোর্শেদ প্রমুখ। প্রতিবাদের উপস্থিত লোকজন জানান, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখলকরাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকার অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়। জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় এসকল অপরাধমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সন্ত্রাসীদের কোন আয়ের উৎস নেই, সে এখন বাড়ীতে ৫তলা ভবন নির্মাণ করছে। তাদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগিরা। স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে সকালের সময়কে জানান, ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী বাদি হয়ে তার স্বামীকে মারধর ও চাঁদাদাবির ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। তার দলীয় কোন পদ না থাকায় কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম মহানগরীতে চাঁদাবাজি, হুমকিসহ নানা অপরাধ বাড়ায় ২৪ আগস্ট ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে তথ্য দেওয়ার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরপর অভিযোগ জমা দিয়েছে নগরবাসী। সূত্র জানায়, গত ২৩ জুলাই নগরীর কালুরঘাট এলাকার বালু ব্যবসায়ী মোহাম্মদ ইউনূসের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। বিদেশ থেকে ওই ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এই চাঁদা দাবি করা হয়। না দেয়ায় গত ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ইউনূসের বাসায় হানা দেন তার অনুসারীরা। ওই ব্যবসায়ীর হাঁটু, কোমর, পাসহ শরীরের চারটি স্থানে গুলি করে সন্ত্রাসীরা। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে বড় সাজ্জাদ। চাঁদা না পেলেই তার অনুসারীরা গুলি ছুড়ছেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত বছরের ২০ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছিল জুবায়ের উদ্দিন বাবু (২৬) নামে এক যুবক। ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক মো. আলফাজসহ ৪০ জনের নাম উল্লেখ করে ৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে অনেকেই এখন প্রকাশ্যৗ ঘুরছে। সূত্র জানায়, খুনের ঘটনার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন জুবায়ের হত্যা মামলার আসামিরা। তবে নির্ধারিত সময়ের পর নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরও প্রকাশ্যে ঘুরছে অনেক ঘাতক। কেবল তাই নয়, গ্রেফতারি পরোয়ানা নিয়েই দখল-চাঁদাবাজি করছে অনেকে। উপরে উল্লেখিত ইটালী প্রবাসিকে মারধর ও চাঁদাবাজির মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সহকারি পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সকালের সময়কে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে আমরা জানতে পারছি, মামলার উল্লেখিত আসামিরা উচ্চ আদালত হতে জামিন নিতে ঢাকায় অবস্থান করছেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সকালের সময়কে জানান, উক্ত মামলার আসামিদের গ্রেফতারের আমরা তাদেরকে খোঁজ করছি। কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না বিধায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড

বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা

ভুয়া ভিসায় দালাল চক্রের প্রতারণা, হুমকির মুখে লেবাননের শ্রমবাজার

আমদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক গ্যাদারিংয়ে বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত

ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর
