ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১২:৫১

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সম্মেলন কক্ষে প্রথমবারের মতো ঘরে ও বাইরে স্কুল হ্যান্ডবল শুরু হচ্ছে,১৮ ই সেপ্টেম্বর ২০২৫ থেকে পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। প্লেট পর্বে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। যেখানে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দল ও প্লেট পর্বের ১ হতে ৭ম স্থান অধিকারী দল মোট ১০ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, ৩য়/৪র্থ স্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে এবং কাপ পর্বের ১ম থেকে ৪র্থ স্থান অধিকারী দলকে পুরস্কার, সার্টিফিকেট এবং ১ম, ২য়, ৩য় স্থান ও সেরা খেলোয়াড়কে পুরস্কার ও প্রাইজমানী প্রদান করা হবে। কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। সুপার সিক্স হতে ৪টি দল নিয়ে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হোম এন্ড এ্যাওয়ে হতে ৩টি দল জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবে। প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। এগুলো হলো: ক গ্রুপে: মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নৌ বাহিনী কলেজ ঢাকা। গ গ্রুপে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল। ঘ গ্রুপে: অংশ নেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে ক গ্রুপে: খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)। খ গ্রুপে: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ ঢাকা। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর। কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ  এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয়।
স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়) আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক গোলাম হাবীব এবং সদস্য সচিব মো: মিজানুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড- এর হেড অব মার্কেটিং জনাব আবদুল্লাহ আল মামুন।

এমএসএম / এমএসএম

খুব শিগগিরিই এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে দুদক

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দখলমুক্ত

বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামের আত্মপ্রকাশ

রাজধানীর হাজারীবাগ এলাকায় গৃহবধূ কে মারধর করে হত্যার অভিযোগ

পুরান ঢাকায় রাজউকের উচ্ছেদ অভিযান : অবৈধ নির্মাণে উচ্ছেদ, জরিমানা ও মিটার জব্দ

যুক্তরাষ্ট্র থেকে চকলেটের আবরণে আসছে মাদক

পিআরসহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডাকসুর নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ

যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে না দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড