ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:৪৯

 প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করে। মেলার এই উদ্ভাবনী বিষয়গুলোর বিভিন্ন দিক সর্বসাধারণের জন্য তুলেধরেন দলভিত্তিক শিক্ষার্থী ও দল প্রধান।

মেলায় বিভিন্ন বিষয়ে একাধিক প্রেজেন্টেশন ২১টি স্টলে স্থান পেয়েছে। শিক্ষার্থীদের এসব দলভিত্তিক উদ্ভাবনী শিক্ষকরা পরিদর্শন করে এবং তাদের বক্তব্য শুনে মূল্যায়নের ব্যবস্থা রেখেছেন। মূল্যায়ন কাজে মেডেকিলের শিক্ষক ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা অংশ নেয়।

তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, আমাদের প্রেজেন্টেশন হচ্ছে বাচ্চা জন্মের পর শ্বাস প্রশ্বাস নেয়া বিষয়। কিভাবে দ্রুত সময়ের মধ্যে নবজাতক এই সমস্যা থেকে রক্ষাপাবে সে বিষয়টি খুব সহজে তুলে ধরা হয়েছে।

চতুর্থ ব্যাচের সাইদুল ইসলাম বলেন, আমাদের উদ্ভাবনী হচ্ছে বর্তমানে কোন ব্যাক্তির কাছে মোবাইল না থাকলে এবং মোবাইল যারা ব্যবহার করে তাদের মধ্যে কি ধরণের সমস্যা দেখা দেয় এটির গড় দেখা। একই সাথে এই ধরণের সমস্যা থেকে বের হওয়ার উপায়গুলো তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের বয়সের চিত্রও তুলে আনার চেষ্টা করা হচ্ছে।

মেডিকেলের তৃতীয় ব্যাচের সাদিয়া জাহান বলেন, হঠাৎ কোন ব্যাক্তি অজ্ঞান হয়ে পড়লে কি করা প্রয়োজন। বিষয়টি চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষ কি ধরণের প্রদক্ষেপ নিলে একজন রোগী রক্ষা পাবে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।

৬ষ্ঠ ব্যাচের শাহিন আক্তার বলেন, এই ধরণের মেলা সরকারি মেডিকেলে এই প্রথম। আয়োজনে আমাদের মেডিকেলের সবগুলো বিভাগ অংশগ্রহণ করেছে। যার ফলে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা নেই, ওইসব বিষয়ে ধারণা নেয়ার সুযোগ হয়েছে।

চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মুমিতা জাহান বলেন, আমরা সবসময় একাডেমিক পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি। এই ধরণের আয়োজনের মাধ্যমে বিনোদন যেমন পেয়েছি, তেমনি অনেক কিছু জানার সুযোগ হয়েছে। সবমিলিয়ে খুবই চমৎকার সময় কেটেছে।

কলেজের উপাধ্যক্ষ ড. হারুন অর রশিদ বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্যাম্পাসের সমস্যা থাকলেও শিক্ষার্থীরা যাতে তাদের অভাব বুঝতে না পারে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সে জন্য এই বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা। আশা করি শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবে। ২১টি স্টলের নির্ধারিত বিষয়গুলো শিক্ষকরা মূল্যায়ন করছেন এবং বিজয়ীদের পুরস্কার ও সনদ দেয়া হবে।

তিনি আরো বলেন, এই কলেজের প্রথম ব্যাচের দুইজন বিসিএস এ উত্তীর্ণ হয়ে কাজে যোগ দিয়েছেন। আমাদের মূল ক্যাম্পাসের কাজ খুবই দ্রুত সময়ের মধ্যে শুরু হবে এবং শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাস পাবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা