ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:১৯

নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় ময়লার বিশাল স্তূপ তৈরি হয়েছে, যার দুর্গন্ধে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানিকগঞ্জ সড়ক বিভাগের নীরবতায় এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ওসমান গণি নামের এক ব্যক্তিকে, যার বিরুদ্ধে সওজের জমি দখলের অভিযোগ রয়েছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য মানিকগঞ্জ সড়ক বিভাগ থেকে গত ২০/০৮/২০২৪ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক বরাবর একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ময়লা ফেলার কারণে সড়কটির পরিবেশ নষ্ট হচ্ছে এবং এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন এই স্থানে ময়লা ফেলার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেয়নি। এমনকি, ওসমান গণিকে এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে মানিকগঞ্জ সড়ক বিভাগ কেন গাজীপুর সিটি কর্পোরেশনকে চিঠি দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। বারবার চেষ্টার পর যখন তার সাথে দেখা হয়, তিনি শুধু একটি প্রশ্নের উত্তর দেন - "গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কোনো চিঠি তার দপ্তরে আসেনি।" সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, যদি সিটি কর্পোরেশন থেকে কোনো চিঠি না-ই আসে, তাহলে তিনি কেন তাদের কাছে এই বিষয়ে চিঠি পাঠালেন? এই প্রশ্ন শুনে তিনি কোনো উত্তর না দিয়েই উঠে যান। এতে বোঝা যায়, মানিকগঞ্জ সড়ক বিভাগ তাদের ব্যর্থতা ঢাকতে এবং দায় এড়াতে এই কৌশল নিয়েছে। তাদের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে অন্য সংস্থার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনা জনগণের কাছে সড়ক বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান

খুব শিগগিরিই এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে দুদক

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দখলমুক্ত

বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামের আত্মপ্রকাশ

রাজধানীর হাজারীবাগ এলাকায় গৃহবধূ কে মারধর করে হত্যার অভিযোগ

পুরান ঢাকায় রাজউকের উচ্ছেদ অভিযান : অবৈধ নির্মাণে উচ্ছেদ, জরিমানা ও মিটার জব্দ

যুক্তরাষ্ট্র থেকে চকলেটের আবরণে আসছে মাদক

পিআরসহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের