ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

থানায় জিডি ও দুদকে অভিযোগ

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৪০

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপের ঘটনায় সদস্যদের পক্ষে থানায় জিডি সহ সমবায় অধিদপ্তর ও দুদকে অভিযোগ দায়ের করেছেন।
দা মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির লিমিটেড রেজি নং ৪০৬ এর ৩৩ লাখ ১৬ হাজার টাকা মূলধন ও লভ্যাংশসহ প্রায় ৫৫ লাখ টাকা তছরুপ করে মর্মে সাধারণ সদস্যরা গত ২৩ এপ্রিল ২০২৫ সমবায় অধিদপ্তর বরাবর অভিযোগ করেন সমিতির সাধারন সদস্যদের পক্ষে সদস্য ঝন্টু সাহা,এম এস দাস রঞ্জন, অপূর্ণ কুমার সাহা ও অশোক ধর। অভিযোগ সূত্রে জানা যায় সমিতির সভাপতি শচিন চন্দ্র বর্মন,সহ সভাপতি সুখলাল নন্দী, সাধারণ সম্পাদক সান্তনু দাস,অর্থ সম্পাদক লিটন চন্দ্র দাস,সদস্য মৃত্যুঞ্জয় ও সদস্য গৌর চন্দ্র ঘোষ বিভিন্ন ভাবে প্রলুব্ধ করে মোটা লাভের স্বপ্ন দেখিয়ে সবার বাজার ডটকম ও মেডিসিন কর্নার নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান খোলে এবং সেখানে লগ্নি করতে সমিতির সদস্যদের উদ্বুদ্ধ করেন। ১০১৭ সালের ২৩ নভেম্বর রেজিস্ট্রেশন করার পর থেকে ব্যবসা শুরু করে। তাদের কথায় সমিতির সকল সদস্য সেখানে লগ্নি করে। অভিযোগে বলা হয় সমিতির মূলধন ও লভ্যাংশসহ প্রায় ৫৫ লাখ টাকা কোন হিসাব দিচ্ছেন না অভিযুক্তরা।
সমবায় অধিদপ্তরে অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল  জেলা সমবায় কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্র প্রেরণ করেন মেট্রো থানা সমবায় , তেজগাঁও এর সহকারী পরিদর্শক মোঃ মাহে আলমকে। পত্রে থানা পরিদর্শকে অভিযোগ যাচাই করতে এবং বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ দেন। পরিদর্শক মাহে আলম অভিযুক্তদের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে কোন তদন্ত করেননি এবং ব্যবস্থাপনা কমিটিও ভাঙেননি। সদস্যদের পক্ষে অভিযোগকারিগণ গত ২৩ এপ্রিল দুদক চেয়ারম্যান ও ১৫ এপ্রিল তেজগাঁও থানায় জিডি দায়ের করেন। সদস্যদের দাবি বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন ও সমিতির মুলধন ও লভ্যাংশ পুঙ্খানুপুঙ্খ হিসাব করে লভ্যাংশের শেয়ারের সঠিক হিস্যা বুঝিয়ে দিতে দাবি করেছেন এবং তদন্তে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান

খুব শিগগিরিই এম এ কাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে দুদক

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন