ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:২৪

ছাত্র-জনতার আন্দোলনে নতুন বাংলাদেশের এক বছর পূর্ণ হলেও বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সেই সাফল্যকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বরং সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র শিবিরের কাছে ভরাডুবি হয়েছে সংগঠনটির। এর প্রেক্ষিতে ভেঙে যাচ্ছে রাকিব-নাছির নেতৃত্বাধীন বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

দলের শীর্ষ পর্যায়ে ইতোমধ্যে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে।

অভিযোগের পাহাড় বর্তমান কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন, অছাত্রদের পদায়ন, এমনকি ছাত্রলীগ ও যুবদলের নেতাদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া। এছাড়া বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের অনেকেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। ফলে সংগঠনের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

নতুন নেতৃত্বের আলোচনায় কারা:
নতুন কমিটি ঘিরে এরই মধ্যে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রার্থীদের ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন বলে জানা গেছে।
সভাপতি পদে আলোচনায় আছেন: ইজাজুল কবির রুয়েল, মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, আবু জাফর, সাফি ইসলাম, রিয়াদ রহমান, মশিউর রহমান মামুন ও আরিফুল ইসলাম আরিফ।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন: আমানউল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক আহমেদ, জি এম ফখরুল হাসান, আরিফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, হাসানুর রহমান, মুস্তাফিজুর রহমান, শরীফ প্রধান শুভ ও গণেশ চন্দ্র সাহস।
এছাড়া সুপার ফাইভ আলোচনায় রয়েছেন—নাহিদুজ্জামান শিপন, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, আবু হান্নান তালুকদার, রাজু আহমেদ, ইব্রাহিম খলিল, জাহিদ হাসান শাকিল, মিনহাজ আহমেদ প্রিন্স ও আব্দুর রহমান রনি প্রমুখ।
ভাঙনের পেছনে মূল কারণ: এক পদবঞ্চিত ঢাবি ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, “এই কমিটিতে পদায়নের ক্ষেত্রে কোনো মানদণ্ডই মানা হয়নি। নির্দিষ্ট অঞ্চলভিত্তিক নেতা বানানো হয়েছে। এমনকি ব্যাংকার, চাকরিজীবী ও অন্য দলের লোকজনও ছাত্রদলের পদ পেয়েছেন।”
কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও মনে করছেন, ডাকসু-জাকসু নির্বাচনে ভরাডুবির পরে ছাত্রদলকে নতুনভাবে গড়ে তুলতে একটি শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো উত্তর মেলেনি। সব মিলিয়ে ছাত্রদলের বর্তমান কমিটির ব্যর্থতায় নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়টি এখন সময়ের অপেক্ষা মাত্র।

এমএসএম / এমএসএম

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল

ওয়ার্ড নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ স্থগিত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে CLAS এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট বিরোধী মিছিল- ম্লোগান