পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

পেট্রোবাংলায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে গড়িমসি ও নানা অজুহাতে প্রধান দপ্তরসহ বিভিন্ন দপ্তরে ঘুরছেন মেধাবী নিয়োগ প্রত্যাশীরা। চাকরি বয়স সীমা শেষ হয়ে হয়ে যাচ্ছে, এমন টেনশনে চাকরি প্রত্যাশী ও তাদের পরিবারদের ঘুম হারাম হয়ে গেছে। নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হলেও চাকরি নামের সোনার হরিন পেতে মাসের পর মাস প্রহর গুনছেন। এ অবস্থায় চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, পেট্রোবাংলার ৩২টি কারিগরী ক্যাডারের অন্তর্গত ২৯১টি শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নিয়োগের আশায় প্রহর গুণছেন। অথচ দীর্ঘ ৮ মাস ধরে তাদের নিয়ে চলছে প্রহসন। ভূক্তভুগীরা জানায়, গত বছরের ৫ মার্চ,২০২৪ সার্কুলারে আবেদন করে ৩১মে,২০২৪ এ আমরা বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় অবতীর্ন হই। ১২ সেপ্টেম্বর,২০২৪ এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২৯ সেপ্টেম্বর-২ নভেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত আমরা মৌখিক পরীক্ষায় অংশ নিই এবং চলতি বছরের ৩০ জানয়ুারী,২০২৫ এ চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে আমরা উত্তীর্ণ হই। পেট্রোবাংলার সার্ভিস রুলসে কোথাও নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন এর কথা উল্লেখ না থাকলেও আমাদেও গত ২০ ফেব্রুয়ারী শেষ দিবস ধরে সবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হয় এবং গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আমাদের ভেরিফিকেশন ফাইলের চিঠি প্রদান করা হয়। দীর্ঘ প্রহসনমলূক ভেরিফিকেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় এর আমলাতান্ত্রিক জটিলতার পর গেল দুই সপ্তাহ আগে ২৯১ জন প্রার্থীর পুলিশ ও এনএসআই ভেরিফিকেশন রিপোর্ট পেট্রোবাংলায় পৌঁছে বলে আমরা জানতে পেরেছি ।
ভুক্তভোগীদের অভিযোগ, এই দীর্ঘ সময়ে অগণিতবার আমাদের পেট্রোবাংলার দ্বারস্ত হওয়া সত্ত্বেও তারা আমাদের শুধু আশার বানীই শুনিয়ে গেছেন। কিন্তু ভেরিফিকেশন সংক্রান্ত দীর্ঘসূত্রতায় কোন ধরনের সাহায্য করেননি। প্রাক্তন পরিচালকসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বারংবার আশা দিয়েছেন রিপোর্ট পেট্রোবাংলায় আসার দুই সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ দিয়ে দেওয়া হবে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেট্রোবাংলা ভিন্নকথা বলছে।একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও টেকনিক্যাল ক্যাডারের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ৩০ জানুয়ারি ২০২৫, এবং জেনারেল ক্যাডারের ফলাফল প্রকাশিত হয় ২১ এপ্রিল ২০২৫। ফলাফল ঘোষণার সময় ব্যবধান প্রায় ৩ মাস, যা পরিষ্কারভাবে দেখায় টেকনিক্যাল ক্যাডারের প্রক্রিয়া ছিল এগিয়ে।
এছাড়াও টেকনিক্যাল ক্যাডারের পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, এবং সংশ্লিষ্ট ফাইল বর্তমানে পেট্রোবাংলায় প্রক্রিয়াধীন। অন্যদিকে, জেনারেল ক্যাডারের পুলিশ ভেরিফিকেশন এখনো চলমান।
তাহলে কেন টেকনিক্যাল ক্যাডারের নিয়োগপত্র ইস্যু করা হচ্ছে না? প্রশ্ন নিয়োগ প্রত্যাশীদের।
টেকনিক্যাল পদে নিয়োগ প্রার্থীদের প্রশ্ন, একদিকে আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন।
তারা বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া তুলে ধরে দাবি করেছেন :
যেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ধাপে শেষ হয়ে আলাদাভাবেই নিয়োগ দিয়েছে। সেই সাথে সমসাময়িক সময়ে টিজিটিডিসিএল পিএলসি, বিটিসিএল, বিএসটিআই আমাদের পরে রেসাল্ট হয়ে অতি দ্রুত ভেরিফিকেশন শেষ করে নিয়োগপত্র ইস্যু করেছে, আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য?
আমাদর এপয়েন্টমেন্ট লেটার রেডি ,এমনকি ট্রেনিং ম্যাটেরিয়ালও রেডি। অথচ রিপোর্ট আসার ২ সপ্তাহ পার হয়ে গেলেও তারা এখনোা আমাদের নিয়োগপত্র ইস্যু করা তো দূরের কথা, স্বাস্থ্য পরীক্ষার তারিখ বা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেননি । উপরন্ত জানতে চাইলে এড়িয়ে যাচ্ছেন। যেখানে, বিএসটিআই, বিসিআইসি বিভিন্ন সরকারি দপ্তরের ২-৩ মাসের মধ্যে ভেরিফিকেশনসহ নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে; সেখানে পেট্রোবাংলার এরুপ উদাসীনতা এবং অবহেলার কারণে অধীনস্ত ১৪টি প্রতিষ্ঠানের প্রতিটিই তীব্র জনবল সংকটে ভুগছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। পেট্রোবাংলার ইতিহাসে কখনোই ৩ মাসের বেশি সময় ধরে নিয়োগপ্রক্রিয়া চলমান থাকার রেকর্ড নেই। তাই অনেকেই চাকরি ছেড়ে দিয়ে সামাজিক, পারিবারিক এবং আর্থিক কষ্টে ভুগছেন। চূড়ান্তভাবে নির্বাচিত এসব প্রার্থীদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন হতাশা এবং দূর্দশার অস্তাচলে দুর্বিষহ হয়ে উঠেছে। এই দীর্ঘসময়ে তারা প্রতিবার নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করার আশ্বাস দিলেও তাদের নিয়োগ প্রক্রিয়ার গড়িমসি এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার প্রমাণ পদে পদে প্রমাণ মিলছে।
এ পরিস্থিতিতে চাকরি প্রত্যাশীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে
