ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৫ রাত ১২:৩১

বরগুনা জেলায় তিন আসন পূর্নবহালের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন পূর্ণবহাল বাস্তবায়ন কমিটি উদ্যােগে এক সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, এ জেলায় প্রায় ১১ লক্ষ ভোটার। অষ্টম জাতীয় নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা বরগুনাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে তিন আসনকে বিলুপ্ত করে দুটি আসন করে। 

তিনি বলেন, এই দাবি শুধুই একটি জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পূর্নবহালের দাবি নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের কণ্ঠস্বরের দাবি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই - বরগুনার পূর্বের ৩টি সংসদীয় আসন ফেরত দেন - বরগুনার অধিকার ফিরিয়ে দেন। 

জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আমরা অবহেলিত বরগুনা জেলাবাসী আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন।

তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য দাবিতে হাইকমিশনারে রিট করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানিয়েছি। আমরা বিশ্বাস করি, সরকার এই ১১ লক্ষ ভোটারদের দাবি আমলে নিয়ে এ জেলায় তিনটি আসন পূর্ণ বহাল করবে। 

লিখিত বক্তব্যে ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষা, ৯টি খরস্রোতা নদীবেষ্টিত এক অনন্য জেলা। এই জেলার নদী, খাল, উপকূল, কৃষি ও মৎস্য সম্পদ শুধু বরগুনার নয়, বরং বাংলাদেশের অর্থনীতি ও ব্লু-ইকোনমির ভবিষ্যতের চালিকাশক্তি। কিন্তু পরিতাপের বিষয় দুঃখজনকভাবে - বরগুনা জেলার নির্বাচনী সীমানা পরিবর্তনের কারণে বরগুনার মানুষ আমরা পূর্বের ৩টি সংসদীয় আসন হারিয়েছি। এতে আমরা মহান সংসদে বরগুনার জনগণের প্রতিনিধিত্বের অধিকার হারিয়েছি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি নির্বাচন কমিশন আমাদের যৌক্তিক দাবি যদি মেনে না নেয় তাহলে আমরা বরগুনাবাসী কঠোর আন্দোলনের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবো ইনশাআল্লাহ। 

সংবাদ সম্মেলনে জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা