ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের সোহাগ সব রোগের চিকিৎসক, রোগীদের সাথে প্রতারণা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৩৮

 চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর বাজারে ফার্মেসীর আড়ালে চিকিৎসালয় খুলে বসেছেন মো. ইমরান হোসেন (সোহাগ) নামে ভুয়া চিকিৎসক। চিকিৎসা দেয়ার জন্য তার কোন সার্টিফিকেট না থাকলেও সব রোগের চিকিৎসা দেন এমন মাইকিং করেন এলাকায়। তার এই ভুয়া চিকিৎসা কার্যক্রম হাতেনাতে ধরা পড়ার বিভিন্ন স্থানে তদ্বির শুরু করেন। তবে বিষয়টি জানার পর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখাগেছে, মাকের্টের সামনে সাইনবোর্ডে লেখা ‘মা-মনি মেডিকেল হল’। কিন্তু ওই ফার্মেসীর পিছনে একটি কক্ষে চলে তার চিকিৎসা কার্যক্রম। মাথা থেকে পা পর্যন্ত সব রোগের চিকিৎসা দেন এই ভুয়া চিকিৎসক। ওই কক্ষে লেখা রয়েছে ডাঃ মো. ইমরান হোসেন (সোহাগ)। আবার কিছু স্থানে স্টীকার দিয়ে ডাঃ শব্দ মুছে দেয়া হয়েছে।

তার ওই ফার্মেসীতে গিয়ে রোগী সেজে প্রবেশ করা হয়। তিনিও রীতিমত চিকিৎসা দেয়া শুরু করেন। নাম ছাড়া প্যাডে চিকিৎসাপত্র লেখা শুরু করেন। যখনই বুঝতে পারেন রোগীরা গণমাধ্যম কর্মী তখনই তার লেখা বন্ধ হয়ে যায়। শুরু করেন আকুতি মিনতি। তার এই ধরণের কাজ ভুল হয়েছে, আর করবেন না, তার এহেন অপরাধ জানাজানি হলে ওষুধের ব্যবসা নষ্ট হবে নানা কথা বলতে শুরু করেন।

সোহাগ বলেন, আমি মূলত পল্লী চিকিৎসক। ডাঃ লিখলেও এখন মুছে দিয়েছি। আমার এসব কাজ ভুল হয়েছে। আর করবো না। তাকে জিজ্ঞাসা করা হয় আপনি পল্লী চিকিৎসক লিখেন না কেন? এই কথার উত্তর দিতে পারেননি। নামের নীচে লিখে রেখেছেন ‘বি.এ, ডি.এম.এস’ (ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সায়েন্স)।

রামপুর বাজারের স্থানীয় একাধিক ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, তার এই ভুয়া চিকিৎসা কেন্দ্রে কিছুদিন পূর্বে কয়েকজন সাংবাদিক আসে। এরপর কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকলেও আবার শুরু করেছে। এলাকায় মাইকিং করে সে এই ধরণের কাজ করছে। প্রশাসন ব্যবস্থা না নিলে লোকজন প্রতারণার শিকার হতে থাকবে।

ভুয়া চিকিৎসকের কার্যক্রম বিষয়ে জানানো হয় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েলকে। তিনি বলেন, আমি খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীনকে ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন