ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের সোহাগ সব রোগের চিকিৎসক, রোগীদের সাথে প্রতারণা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৩৮

 চাঁদপুরের ফরিদগঞ্জের রামপুর বাজারে ফার্মেসীর আড়ালে চিকিৎসালয় খুলে বসেছেন মো. ইমরান হোসেন (সোহাগ) নামে ভুয়া চিকিৎসক। চিকিৎসা দেয়ার জন্য তার কোন সার্টিফিকেট না থাকলেও সব রোগের চিকিৎসা দেন এমন মাইকিং করেন এলাকায়। তার এই ভুয়া চিকিৎসা কার্যক্রম হাতেনাতে ধরা পড়ার বিভিন্ন স্থানে তদ্বির শুরু করেন। তবে বিষয়টি জানার পর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখাগেছে, মাকের্টের সামনে সাইনবোর্ডে লেখা ‘মা-মনি মেডিকেল হল’। কিন্তু ওই ফার্মেসীর পিছনে একটি কক্ষে চলে তার চিকিৎসা কার্যক্রম। মাথা থেকে পা পর্যন্ত সব রোগের চিকিৎসা দেন এই ভুয়া চিকিৎসক। ওই কক্ষে লেখা রয়েছে ডাঃ মো. ইমরান হোসেন (সোহাগ)। আবার কিছু স্থানে স্টীকার দিয়ে ডাঃ শব্দ মুছে দেয়া হয়েছে।

তার ওই ফার্মেসীতে গিয়ে রোগী সেজে প্রবেশ করা হয়। তিনিও রীতিমত চিকিৎসা দেয়া শুরু করেন। নাম ছাড়া প্যাডে চিকিৎসাপত্র লেখা শুরু করেন। যখনই বুঝতে পারেন রোগীরা গণমাধ্যম কর্মী তখনই তার লেখা বন্ধ হয়ে যায়। শুরু করেন আকুতি মিনতি। তার এই ধরণের কাজ ভুল হয়েছে, আর করবেন না, তার এহেন অপরাধ জানাজানি হলে ওষুধের ব্যবসা নষ্ট হবে নানা কথা বলতে শুরু করেন।

সোহাগ বলেন, আমি মূলত পল্লী চিকিৎসক। ডাঃ লিখলেও এখন মুছে দিয়েছি। আমার এসব কাজ ভুল হয়েছে। আর করবো না। তাকে জিজ্ঞাসা করা হয় আপনি পল্লী চিকিৎসক লিখেন না কেন? এই কথার উত্তর দিতে পারেননি। নামের নীচে লিখে রেখেছেন ‘বি.এ, ডি.এম.এস’ (ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সায়েন্স)।

রামপুর বাজারের স্থানীয় একাধিক ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, তার এই ভুয়া চিকিৎসা কেন্দ্রে কিছুদিন পূর্বে কয়েকজন সাংবাদিক আসে। এরপর কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকলেও আবার শুরু করেছে। এলাকায় মাইকিং করে সে এই ধরণের কাজ করছে। প্রশাসন ব্যবস্থা না নিলে লোকজন প্রতারণার শিকার হতে থাকবে।

ভুয়া চিকিৎসকের কার্যক্রম বিষয়ে জানানো হয় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েলকে। তিনি বলেন, আমি খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীনকে ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা

জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার

পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ

নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা

রাণীশংকৈলে একমাথা, দু'মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য