কেশবপুরে শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ
যশোরের কেশবপুরে শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারপিট ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার ঘটনা উল্লেখ করে ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা। ঘটনাটি ঘটেছে উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাওসীফ রোহান (৮) কে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় ফুসে উঠেছে অভিভাবকরা।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাওসীফ রোহান বিজ্ঞান পরীক্ষার খাতায় নম্বর কম পাওয়ার বিষয়ে শিক্ষক চিন্ময় সরকারের কাছে জানতে চায়। তখন রেগে গিয়ে শিশু শিক্ষার্থী তাওসীফ রোহান কে বেধড়ক মারপিট করে। গত রোববার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে শিক্ষক চিন্ময় সরকার। তাওসীফ রোহান (ক্লাস রোল নম্বর ৫) খাতা পেয়ে খাতায় প্রাপ্ত নম্বর ৪৯। সে তখন বলে স্যার সব প্রশ্নের উত্তর লেখার পরও এত কম নম্বর পেলাম। বিষয়টি জানতে চাওয়ায় শ্রেণী কক্ষে শিক্ষক চিন্ময় সরকার তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। লাঠি ভেঙ্গে গেলে ওই শিক্ষক রোহানের মুখের দুই চোয়ালে চড় থাপ্পড় মারতে থাকে। এতে সে মারাত্মকভাবে লেলাফোলা হলে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থী রোহানের বাবা রমি শেখ বলেন, আমার ছেলেকে ডাক্তার না দেখিয়ে ও বাড়িতে যেতে না দিয়ে আহত অবস্থায় তাকে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ছুটির আগমুহুর্তে রোহানকে আনা হলে তার বামপাশের চোয়ালে, মাথায় ও পিঠে ফোলা জখমের চিহ্ন দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আমার ছেলেকে এভাবে মারপিট করার কারণে বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকারের বিচার চাই। একই সঙ্গে চিকিৎসা না দিয়ে আহত অবস্থায় তাকে বিদ্যালয়ে আটকে রাখার জন্য প্রধান শিক্ষক দীন মোহাম্মদেরও বিচার দাবি করছি।
রোহানের দাদা নুরে আলম সিদ্দিকী বলেন, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। ওই শিক্ষক এর এমন শাস্তি হোক যাতে করে আর কোন ছেলে মেয়েদের এমন অবস্থা না হয়। এর আগেও ওই শিক্ষক অনেক ঘটনা ঘটেছে তার কোন বিচার হয়নি।
উপজেলার দশকাউনিয়া গ্রামের শামীম শেখ জানান, শিক্ষক চিন্ময় সরকার এর আগেও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ও হাফিজুরের মেয়েকে মেরে আহত করেছে। তার বিরুদ্ধে আরও বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ আছে।
অভিযোগের বিষয়ে শিক্ষক চিন্ময় সরকারের কাছে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ করে রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ বলেন, রোহানকে মারপিটের কারণে উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষক চিন্ময় সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ মন্ডল বলেন, ওই স্কুলছাত্রের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে শিক্ষক চিন্ময় সরকারকে তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা
ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম
যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০
নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা
কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল
গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ